সেরা শিশুবান্ধব পঞ্চায়েতের স্বীকৃতি

পঞ্চায়েত সূত্রে খবর, বছর কয়েক আগে শিশুদের নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়। এগিয়ে আসে একটি স্বেচ্ছাসেবী সংগঠ‌ন। ব্লক প্রশাসন সহযোগিতা করে। পাশে দাঁড়ায় গ্রামের মানুষও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ০১:১৭
Share:

প্রতীকী ছবি

শিশু পাচার রোধে নজরদারি দল গঠন, বাল্য বিবাহ বন্ধে সচেতনতা বাড়ানো-সহ বিভিন্ন কাজের স্বীকৃতিতে ভারত সরকারের পঞ্চায়েতরাজ মন্ত্রকের তরফে রাজ্যের সেরা শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েতের শিরোপা পেল বসিরহাট মহকুমার সন্দেশখালি ১ ব্লকের সরবেড়িয়া-আগারহাটি পঞ্চায়েত। সম্প্রতি দিল্লিতে পঞ্চায়েতের প্রধান এবং জেলা দলের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

Advertisement

পঞ্চায়েত সূত্রে খবর, বছর কয়েক আগে শিশুদের নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়। এগিয়ে আসে একটি স্বেচ্ছাসেবী সংগঠ‌ন। ব্লক প্রশাসন সহযোগিতা করে। পাশে দাঁড়ায় গ্রামের মানুষও। ২০১৫ সালে মূলত ৭ থেকে ১৪ বছর বয়সী ছেলেমেয়েদের নিয়ে ‘আজকের সূর্য’ নামে বুথে বুথে নজরদারি দল গঠন করা হয়। তাদের কাজ হয়, শিশু সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ, শিশুশ্রম এবং বাল্য বিবাহ বন্ধ, শিশু পাচার রোধে কাজ করা।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি যাতে ভালভাবে চলে সে বিষয়েও পদক্ষেপ করা হয়। পঞ্চায়েতের প্রধান শেখ শাহাজাহান জানান, শিশুদের অধিকার রক্ষায় তাদের পড়াশোনার ব্যবস্থা করা হয়। গ্রামবাসীদের সচেতনতা বাড়াতে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় প্রচার করা হয়। নাবালক-নাবালিকার বিয়ে না দেওয়ার জন্য বোঝানো হয়। এই ভাবেই পাচার, নাবালিকার বিয়ে কমানো সম্ভব হয়েছে। প্রধান বলেন, ‘‘দলটি বাড়ি বাড়ি ঘুরে শিশুদের বিভিন্ন বিষয়ে খোঁজ নেয়। কোনও শিশু স্কুল ছুট হয়ে থাকলে বা অল্প বয়সে বিয়ে করতে চাইলে ওই দলের শিশুরা সে কথা আমাদের জানায়। আমরা প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিই।’’

Advertisement

স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে হৃদয় ঘোষ বলেন, ‘‘পঞ্চায়েত ও প্রশাসনের সঙ্গে যৌথ ভাবে আমরা এলাকার শিশুদের নিয়ে কাজ করেছি। সকলের প্রচেষ্টায় স্বাস্থ্যকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা বিভিন্ন বুথে গিয়ে প্রসূতিদের যত্ন নেন এবং বাচ্চা হওয়ার পর তাদের সঠিক পরিচর্যার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করে। যে সব বাচ্চাদের অভিভাবকেরা বাচ্চাদের পোলিও খাওয়ানো বা টিকাকরণের বিরুদ্ধে ছিলেন তাঁদের বুঝিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

পঞ্চায়েত প্রধানের কথায়, ‘‘রাজ্যের মধ্যে সেরা শিশু বান্ধব পঞ্চায়েতের পুরস্কার পাওয়ায় আমরা খুশি।’’ সন্দেশখালি ১-এর বিডিও সুপ্রতিম আচার্য বলেন, ‘‘রাজ্যে সেরা শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েতের পুরস্কার আমার ব্লকে আসায় গর্বিত। এই সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনিক ভাবে সব রকম সাহায্য করতে আমরা প্রস্তুত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন