Jagaddal Murder Case

চুরির সন্দেহে জগদ্দলে পিটিয়ে খুন যুবককে! অভিযোগের তির তৃণমূল কাউন্সিলরের পুত্রের বিরুদ্ধে

খুনের ঘটনাকে কেন্দ্র করে জগদ্দলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অর্জুনের অভিযোগ, তাঁর বাড়ির পাশে অভিযুক্তের একটি ঘর রয়েছে। সেখানে বোমা মজুত থাকে। তবে অর্জুনের অভিযোগে পাত্তা দিতে নারাজ তৃণমূল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৭:৪৬
Share:

—প্রতীকী চিত্র।

আবার উত্তপ্ত উত্তর ২৪ পরগনার জগদ্দল। এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহের বাড়ির কাছেই। অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের পুত্র জড়িত এই খুনের ঘটনার নেপথ্যে।

Advertisement

জানা গিয়েছে, মৃত যুবকের নাম ইসাক আহমেদ। তাঁর বাড়ি গারুলিয়ায়। অভিযোগ, সরস্বতী পুজোর দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় তাঁকে দুষ্কৃতীরা পিটিয়ে খুন করে। কাঠগড়ায় ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংহের পুত্র নমিত। জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুনের বাড়ির অদূরে লোহা চুরির সন্দেহে ইশাককে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

খুনের ঘটনাকে কেন্দ্র করে জগদ্দলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অর্জুনের অভিযোগ, তাঁর বাড়ির পাশে নমিতের একটি ঘর রয়েছে। সেখানে বোমা মজুত থাকে। নমিতের গ্যাং লোহা চুরির সঙ্গে যুক্ত। লোহা চুরি করে রাখা হত ওই ঘরে। এখন নমিতরা সন্দেহ করছে ওই যুবক (ইশাক) মজুত করা লোহা চুরি করছে। অর্জুনের অভিযোগ, অতীতে তাঁর বাড়িতে বোমা ছুড়েছিল নমিত!

Advertisement

যুবক খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তবে নমিত অধরা। অর্জুনের দাবি, নমিত তাঁর বাড়িতেই আছে। পুলিশ তাঁকে আড়াল করছে। তবে অর্জুনের অভিযোগে পাত্তা দিতে নারাজ তৃণমূল। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের কথায়, ‘‘কাউকে রেয়াত করা হবে না। ব্যারাকপুরে অপরাধ এবং অপরাধীদের কোনও জায়গা নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement