নদীর জল ঢুকে প্লাবিত গ্রাম, ত্রাণ নিয়ে ক্ষোভ

জোয়ারের সময়ে রায়মঙ্গল নদীর জল বেড়ে সোমবার গভীর রাতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি পঞ্চায়েতের পুকুরিয়া এলাকা। তবে মঙ্গলবার সারা দিনের চেষ্টায় বাঁধ কিছুটা বাঁধা গিয়েছে। তবে ত্রাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩২
Share:

জোয়ারের সময়ে রায়মঙ্গল নদীর জল বেড়ে সোমবার গভীর রাতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি পঞ্চায়েতের পুকুরিয়া এলাকা। তবে মঙ্গলবার সারা দিনের চেষ্টায় বাঁধ কিছুটা বাঁধা গিয়েছে। তবে ত্রাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে পুকুরিয়া এলাকায় রায়মঙ্গলের জল ঢোকে। ভেসে যায় চাষের জমি, পুকুর, ঘর-বাড়ি। বেশ কিছু মাটির বাড়ি ভেঙে যায়। মঙ্গলবার ঘটনাস্থলে যান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। তিনি দুর্গতদের মধ্যে পোশাক, কম্বল বিলি করেন। বিধায়ক জানান, সরকারি ভাবে ত্রাণ দেওয়ার সঙ্গেই বিধায়ক কোটা থেকেও ত্রাণ দেওয়া হচ্ছে। সামনের কোটালে সুন্দরবন এলাকায় বাঁধের কাজ শেষ করার চেষ্টা চলছে। উন্নত মেশিন দিয়ে মাটি ফেলার কাজ চলছে।

মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় বাঁধ মেরামতিতে সমস্যা হয়। তবে বেলা বাড়তে কাজ এগোতে থাকে। গ্রামবাসীরা হাত লাগান। স্থানীয় বাসিন্দা ভবেন পাত্র, কমল পাত্র, কল্পনা মণ্ডল, গঙ্গাধর মণ্ডল, কানাই মণ্ডল, রতন বৈদ্যদের আক্ষেপ, ‘‘দুর্গাপূজোর আগে গ্রাম প্লাবিত হওয়ায় বহু টাকার ধান এবং মাছের ক্ষতি হয়ে গেল। ঘরের মধ্যে নোনা জলে সাপ ঘুরছে। নদীর বাঁধের উপরে থাকছি।’’ তাঁদের অভিযোগ, কিছু ত্রাণ মিললেও সেটি যথেষ্ট নয়। শিশুদের খাবার মিলছে না।

Advertisement

হিঙ্গলগঞ্জের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, ‘‘একশোর বেশি বাড়িতে নোনা জল ঢুকেছে। বাসিন্দারা উচুঁ জায়গায় আশ্রয় নিয়েছেন। তাঁদের পলিথিন, চিঁড়ে, গুড় দেওয়া হয়েছে। চিকিৎসক গ্রামে গিয়েছেন। তবে এখনও কয়েকশো বিঘা জমির ধান নোনা জলের তলায় চলে গিয়েছে।’’

গাঁজা-সহ ধৃত। সোমবার বসিরহাট শহরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তোলা চাওয়ার ঘটনায় আরও এক জন দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সঞ্জয় দাস ওরফে জগা। সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তোলা চাওয়ার সময়ে দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়িটিও দত্তপুকুর থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে। তোলাবাজিতে অভিযুক্ত আরেক অভিযুক্ত বুদ্ধদেব দাসের খোঁজে তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন