—প্রতিনিধিত্বমূলক চিত্র।
বাড়ির সামনে টোটো সারাইয়য়ের কাজ করছিলেন বাবা-ছেলে। আচমকাই সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক এসে ধাক্কা মারে তাঁদের। পিষে দেয় বছর উনিশের প্রীতম নস্করকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত অবস্থায় তাঁর বাবা প্রসেনজিৎ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার কপাটহাট এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বাড়ির সামনে জাতীয় সড়কের উপরের ফুটপাতে প্রসেনজিৎ এবং প্রীতম— দু’জনে টোটো সারাচ্ছিলেন। আচমকা সে সময় একটি ট্রাক এসে ধাক্কা মারে তাঁদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রসেনজিৎকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় ট্রাক-সহ বিভিন্ন ভারী যান দ্রুতগতিতে চলে। ওই রাস্তায় কোনও ‘স্পিড ব্রেকার’ নেই। সেই কারণে গতি নিয়ন্ত্রণের ধারধারেন না গাড়ির চালকেরা। শুধু তা-ই নয়, এলাকায় পর্যাপ্ত আলোও নেই।
মৃতের পরিবারের তরফে ঘাতক ট্রাকের চালকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।