Theft: মন্দিরে ঢুকে প্রণামী বাক্স লোপাট করল চোর, সিসি ক্যামেরায় বন্দি সেই সময়ের ছবি

অশোকনগরের গোলবাজার এলাকায় একটি হরি মন্দির আছে। অভিযোগ, রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ওই মন্দিরের প্রণামী বাক্স চুরি হয়ে যায়।

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৮
Share:
Advertisement

মন্দিরের প্রণামী বাক্সে খুচরো এবং নোট মিলে জমা হয়েছিল হাজার পঞ্চাশেক টাকা। বাক্সসুদ্ধ চুরি করল চোর। চুরির সময়ের সেই দৃশ্য ধরা পড়েছে মন্দিরে থাকা সিসি ক্যামেরায়। রবিবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের গোলবাজারে।
অশোকনগরের গোলবাজার এলাকায় একটি হরি মন্দির আছে। অভিযোগ, রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ওই মন্দিরের প্রণামী বাক্স চুরি হয়ে যায়।

গোলবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক গোপী মজুমদারের কথায়, ‘‘মন্দিরের প্রণামী বাক্স নিয়ে পালিয়ে গিয়েছে চোর। ওই বাক্সে প্রায় ৫০ হাজার টাকা ছিল। তবে চোর খুচরো পয়সা নেয়নি। নোটগুলি নিয়ে গিয়েছে। সিসি ক্যামেরার ছবিতে দেখা গিয়েছে, রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ একটি রোগা ছেলে মন্দিরে ঢুকছে। ওই ছেলেটিই প্রণামী বাক্সটি নিয়ে গিয়েছে।’’

Advertisement

মন্দিরের কাছে ওই প্রণামী বাক্সটি পাওয়া গিয়েছে। তাতে প্রচুর খুচরো পয়সা ছিল। সম্প্রতি হাবরা-অশোকনগর এলাকায় একের পর এক মন্দির এবং বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দ্রুত অপরাধীকে গ্রেফতারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement