TMC- BJP

জয়নগরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগের তির বিজেপির দিকে

জয়নগরের গোবিন্দপুরের বাসিন্দা জয়ন্ত মণ্ডল (৪০)। অন্যান্য দিনের মতো ব্যবসার কাজে মহিষমারি এলাকায় নিজের ইটভাটায় গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ০২:২৫
Share:

—প্রতীকী চিত্র।

বাড়ি ফেরার পথে কুপিয়ে খুন করা হল এক তৃণমূলকর্মীকে। অভিযোগের তির বিজেপির দিকে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগণার জয়নগরের মহিষমারি এলাকার ঘটনা। ইতিমধ্যেই খুনের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

জয়নগরের গোবিন্দপুরের বাসিন্দা জয়ন্ত মণ্ডল (৪০)। অন্যান্য দিনের মতো ব্যবসার কাজে মহিষমারি এলাকায় নিজের ইটভাটায় গিয়েছিলেন তিনি। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নির্জন রাস্তায় একদল দুষ্কৃতী তাঁর উপরে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে অভিযুক্তেরা চম্পট দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান জয়ন্ত। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের রক্তাক্ত দেহ উদ্ধার করে। ইতিমধ্যেই ওই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃতের ভাই সুব্রত মণ্ডল ওই অঞ্চলের যুব সভাপতি। তাঁর দাবি, তাঁকে সবসময় বিভিন্ন ভাবে সাহায্য করার জন্যই খুন হতে হয়েছে দাদাকে। অভিযোগের তির বিজেপির দিকে তুলেথেন সুব্রত। তিনি জানান, প্রকাশ্যে নাম না বললেও বেশ কয়েক জনের নাম সন্দেহের তলিকায় আছে, তদন্তকারীদের সেই সমস্ত নাম জানানো হবে। পাল্টা বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্করের দাবি, ইটভাটায় অংশীদারি ব্যবসা ও তৃণমূলে অন্তর্দ্বন্দ্বের জেরেই এই খুন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পরিকল্পিত এই খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement