বিএলও-কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার সন্দেশখালির তৃণমূলকর্মী মিরুল ইসলাম মোল্লা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বুথ লেভেল অফিসারের (বিএলও) কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার এক তৃণমূলকর্মী। অভিযোগ, ওই বিএলও-কে হুমকিও দেওয়া হচ্ছিল। সন্দেশখালি-১ ব্লকের বিডিও-র অভিযোগের ভিত্তিতেই ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-১ ব্লকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ করছেন দীপক মাহাতো নামে এক বিএলও। বাড়ি বাড়ি গিয়ে বিএলও এনুমারেশন ফর্ম বিলি করছেন, পূরণের পর তা সংগ্রহ করে নির্বাচন কমিশনের সাইটে আপলোডের কাজও করছেন। অভিযোগ, তাঁর এই কাজে বার বার বাধা দিচ্ছিলেন স্থানীয় তৃণমূলকর্মী জামিরুল ইসলাম মোল্লা। কয়েক দিন ধরেই এ ব্যাপারে বিডিও-র কাছে অভিযোগ জানাচ্ছেন দীপক।
দীপকের অভিযোগ, এনুমারেশন ফর্ম বিভিন্ন ভাবে বিকৃত করতে বলছিলেন জামিরুল। শুধু তা-ই নয়, এলাকার বেশ কয়েকটি বাড়িতে যেতেও বাধা দেওয়া হয় তাঁকে। হুমকি দেওয়া হয়, যদি তাঁর কথা না-শোনেন তবে বিপদ হতে পারে দীপকের। অভিযোগ, প্রাণনাশেরও হুমকি দিয়েছেন জামিরুল। ফোন করে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
দিনকয়েক ধরে নানা ভাবে এসআইআর-এর কাজে বাধা দেওয়ার চেষ্টা করায় দীপক প্রথমে বিডিও-কে মৌখিক ভাবে অভিযোগ জানান। পরে লিখিত ভাবেও জামিরুলের বিরুদ্ধে অভিযোগ করেন। তার পরেই ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিডিও। সেই অভিযোগের ভিত্তিতে জামিরুলকে ধরল পুলিশ। রবিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হবে।