Coronavirus

ত্রাণের দাবি, ‘ঘাড়ধাক্কা’ খেলেন গ্রামবাসীরা

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আমপানে ক্ষয়ক্ষতির সরকারি ক্ষতিপূরণ না পাওয়া-সহ একাধিক বিষয় নিয়ে এ দিন সকালে কয়েকজন গ্রামবাসী স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজিয়া শেখের সঙ্গে কথা বলতে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ০৪:২৪
Share:

প্রতীকী ছবি।

ত্রাণের দাবি নিয়ে কথা বলতে গেলে পঞ্চায়েত সদস্যের মদতে গ্রামবাসীদের উপরে চড়াও হয়ে ধাক্কাধাক্কি করা হল বলে অভিযোগ। মহিলাদের কটূক্তিও করা হয়।

Advertisement

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জয়নগরের মায়াহাউড়ি পঞ্চায়েতের উত্তর পদুয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আমপানে ক্ষয়ক্ষতির সরকারি ক্ষতিপূরণ না পাওয়া-সহ একাধিক বিষয় নিয়ে এ দিন সকালে কয়েকজন গ্রামবাসী স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজিয়া শেখের সঙ্গে কথা বলতে যান। রাজিয়ার হয়ে তাঁর স্বামী দেলোয়ার শেখ গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে আসেন। গ্রামবাসীদের অভিযোগ, দু’এক কথার পরেই দেলোয়ারের লোকজন গ্রামবাসীদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ধাক্কাধাক্কি হয়। তাতে একজন গ্রামবাসী আহতও হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকুলতলা থানার পুলিশ। গ্রামবাসীদের সঙ্গেই ছিলেন চিকিৎসক ও সমাজকর্মী আনোয়ার হোসেন। তিনি বলেন, “ঝড়ে গ্রামের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই তুলনায় তেমন কোনও ক্ষতিপূরণই মেলেনি। গ্রামের ছেলে হিসেবে বিষয়টি নিয়ে পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু সদস্যের স্বামী লোকজন দিয়ে আমাদের সরিয়ে দেন। একজন গ্রামবাসী আহতও হয়েছেন। পুলিশ এসে গ্রামবাসীদের পাশে দাঁড়ানোর বদলে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।” দেলোয়ার অবশ্য বলেন, “এটি বিজেপি পরিচালিত পঞ্চায়েত। আমরা বিরোধী সদস্যেরা এমনিতেই কম ত্রিপল পেয়েছি। তা-ও বিধায়ক ও নিজের উদ্যোগে ত্রিপলের ব্যবস্থা করে গ্রামবাসীদের দিয়েছি। এরপরেও কয়েকজনের মদতে কিছু মানুষ এ দিন আমার বাড়িতে চড়াও হয়। বসে কথা বলতে চাইলেও তাঁরা শোনেননি। খবর পেয়ে গ্রামবাসীরাই তাঁদের রুখে দিয়েছেন। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।” পুলিশ জানিয়েছে, সন্ধে পর্যন্ত এ ব্যাপারে কোনও অভিযোগ হয়নি। হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে আনোয়ার হোসেনের অভিযোগ, থানায় যাওয়া হলেও পুলিশ এফআইআর নিতে চায়নি। এ দিকে, দোষীদের শাস্তি চেয়ে এ দিন থানায় স্মারকলিপি দিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement