Accidental Death At Kultali

ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি! মৃত্যু বধূর, গুরুতর জখম স্বামী! রাস্তার সিসিটিভি দেখছে পুলিশ

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘাতক গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে রাস্তা থেকে কিছুটা দূরে ছিটকে পড়েন যুবতী। সঙ্গে কুলতলি থানায় খবর দেওয়া হয়েছিল। পরে দু’জনকেই উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৪:৩২
Share:

—প্রতীকী চিত্র।

নবমী নিশিতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন দম্পতি। পেট্রল পাম্প থেকে বাইকে তেল ভরে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন দু’জনে। সেই সময় বেপরোয়া গতিতে একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে যুগলকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বধূর। গুরুতর জখম হয়েছেন তাঁর স্বামী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম দেবী মণ্ডল। বয়স মাত্র ১৯ বছর। বুধবার, নবমীর রাতে স্বামী মিলন মণ্ডলের সঙ্গে বাইকে করে প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন দেবী। কুলতলি থানার জামতলা মোড়ে একটি পেট্রল পাম্প থেকে বাইকে পেট্রল ভরে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান বধূ। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তাঁর স্বামী।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘাতক গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে রাস্তা থেকে কিছুটা দূরে ছিটকে পড়েন যুবতী। সঙ্গে কুলতলি থানায় খবর দেওয়া হয়েছিল। পরে দু’জনকেই উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু চিকিৎসকেরা দেবীকে মৃত ঘোষণা করেন। মিলনের চিকিৎসা হয়। এখন তিনি বাড়িতে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

Advertisement

মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। ঘাতক গাড়িচালকের কঠোর শাস্তি চাইছেন তাঁরা। যদিও এখনও তাঁর খোঁজ পায়নি পুলিশ। স্থানীয়দের অভিযোগ, উৎসবের সময় এলাকায় নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ আরও জোরদার হওয়া উচিত ছিল। সেটা হয়নি। যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। তারা আরও জানিয়েছে, রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement