Russia Ukraine War

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

বৃহস্পতিবার রামপুরহাট-কাণ্ডের শুনানি শেষ হয়েছে কলকাতা হাই কোর্টে। আজ ওই মামলায় রায় দিতে পারে আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ০৭:০১
Share:

ফাইল চিত্র।

রামপুরহাট-কাণ্ডে তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল (সিট)। তবে এখনও অবধি সেই তদন্তের কোনও রিপোর্ট প্রকাশ করেনি তারা। বৃহস্পতিবার এই ঘটনায় অভিযুক্ত থাকার সন্দেহে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। কাজে গাফিলতির অভিযোগে সরানো হয় একাধিক পুলিশ অফিসারকে। এই ঘটনাক্রমে অনুযায়ী আজ, শুক্রবার নজর থাকবে ওই ঘটনার তদন্তপ্রকৃতির উপর।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

রামপুরহাট-কাণ্ডের রায় ঘোষণা

Advertisement

বৃহস্পতিবার রামপুরহাট-কাণ্ডের শুনানি শেষ হয়েছে কলকাতা হাই কোর্টে। আজ ওই মামলায় রায় দিতে পারে আদালত। বেলা সাড়ে ১০টা নাগাদ রায় ঘোষণা হতে পারে।

বগটুই যাবেন নওশাদ

আজ বগটুই যাবেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বেলা ১১টা নাগাদ তাঁর সেখানে যাওয়ার কথা।

কলকাতায় মিছিল বাম ছাত্র সংগঠনের

রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদে আজ কলকাতায় মিছিল করবে বাম ছাত্র সংগঠন এসএফআই। জোড়াসাঁকো থেকে বিকেল ৪টে নাগাদ ওই মিছিলটি শুরু হওয়ার কথা।

গ্রাফিক: সনৎ সিংহ

যোগীর শপথ

আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় বার শপথ নেবেন যোগী আদিত্যনাথ। বিকেল ৪টে নাগাদ লখনউয়ে ওই শপথ অনুষ্ঠানটি রয়েছে।

সংসদ ও বিধানসভার অধিবেশন

আজ বেলা ১১টা থেকে সংসদের অধিবেশন শুরু হবে। ওই একই সময়ে রয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। নজর থাকবে সে দিকে।

ইউক্রেনের পরিস্থিতি

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ফের নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো-র সভায় ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ তুলেছেন। ওই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে পারে বিভিন্ন দেশ। কে, কী বলল সে দিকে নজর থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন