ফেসবুকে ভুয়ো ভিডিও পোস্ট করার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

সিআইডি-র তরফে জানানো হয়েছে, ফেসবুকে আপত্তিকর এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও পোস্ট করেছিলেন ওই বিজেপি নেতা। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তরুণবাবু। সেই ভিডিওতে দেখা যায়, হিন্দু এক যুবককে বেধড়ক মারছেন এক জন মুসলিম পুলিশ অফিসার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ১৮:০৫
Share:

তরুণ সেনগুপ্ত। টুইটার থেকে নেওয়া ছবি।

ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল আসানসোল বিজেপি-র আইটি সেলের সচিব তরুণ সেনগুপ্তকে। বুধবার বর্ধমানের হিরাপুরের রাধানগর রোডের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইডি।

Advertisement

সিআইডি-র তরফে জানানো হয়েছে, ফেসবুকে আপত্তিকর এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও পোস্ট করেছিলেন ওই বিজেপি নেতা। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তরুণবাবু। সেই ভিডিও পোস্ট করে বলা হয়, বীরভূমে হিন্দু এক যুবককে মারছেন এক জন মুসলিম পুলিশ অফিসার। ওই পোস্টটি দেখার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারে ভিডিওটি ভুয়ো এবং এর সঙ্গে বীরভূমের কোনও সম্পর্কই নেই।

আরও পড়ুন: সব সারাই হোক, তখন ঝাঁপ খুলব

Advertisement

বসিরহাটে তাণ্ডবের ঘটনার পর থেকেই কড়া নজরদারি চলছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ভুয়ো ছবি পোস্ট করার অভিযোগে বিজেপি-র সর্বভারতীয় আইটি সেলের আহ্বায়ক অমিত মালব্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশের সাইবার অপরাধ শাখা। গুজরাতের একটি ছবিকে বাদুড়িয়া-কাণ্ডের ছবি বলে চালানোর অভিযোগে ইতিমধ্যেই কলকাতার দু’টি থানায় অভিযোগ দায়ের হয়েছে বিজেপি-র কেন্দ্রীয় স্তরের নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে। ভোজপুরি সিনেমার ছবিকে বাদুড়িয়া-কাণ্ডের ছবি বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ভবতোষ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি। জাতীয় স্তরের দু’টি টিভি চ্যানেলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement