West Bengal SIR

‘এসআইআর আতঙ্কে’ এ বার আত্মঘাতী বহরমপুরের ব্যক্তি! ২০০২ সালের তালিকায় নাম ছিল না বলে দাবি পরিবারের

ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআর নিয়ে আতঙ্কের ‘বলি’ এ বার মুর্শিদাবাদের বহরমপুরে! গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তারক সাহা নামে ৫২ বছরের এক ব্যক্তি। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তারকের নাম নেই। তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৮:৩৭
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআর নিয়ে আতঙ্কের ‘বলি’ এ বার মুর্শিদাবাদের বহরমপুরে! গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তারক সাহা নামে ৫২ বছরের এক ব্যক্তি। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তারকের নাম নেই। তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন।

Advertisement

তারক বহরমপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনির উত্তরপাড়ার বাসিন্দা। পেশায় মুড়ি বিক্রেতা। বৃহস্পতিবার দুপুরে তাঁর দেহ উদ্ধার করেন পরিবারের লোকেরা। এর পর তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারক। পাশাপাশি, অনেক পুরনো নথিও খুঁজে পাচ্ছিলেন না তিনি। দেশ থেকে বিতাড়িত হওয়ার ভয়েই তারক আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

Advertisement

তারকের স্ত্রী প্রিয়া সাহা বলেন, ‘‘তারক বেশ কিছু দিন ধরেই ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না-থাকা নিয়ে গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন। এই বিষয়টি উনি বন্ধুবান্ধবদেরও জানিয়েছিলেন। অনেক চেষ্টা করেও উনি কোনও পুরনো নথিপত্র জোগাড় করতে পারেননি।’’

তারকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক তাঁর বাড়িতে যান। তিনি বলেন, ‘‘বিরোধীরা চক্রান্ত করে ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে। আমরা সাধারণ মানুষদের আতঙ্কিত না হওয়ার জন্য বলছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement