জুলুমের অভিযোগে পথে বসলেন পুণ্যার্থীরা

পুলিশ কর্মীরা এয়ার হর্ন বাজানোর অভিযোগে গঙ্গাসাগর থেকে আসা পুণ্যার্থীদের একটি বাস আটক করেন। লালবাজারের দাবি, এয়ার হর্ন বাজিয়ে আইন ভাঙায় জরিমানা করার কথা জানানো হয় বাসের যাত্রীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৪১
Share:

ছবি: সংগৃহীত।

পুলিশ জুলুম করছে এই অভিযোগ তুলে রাস্তায় বসে পড়লেন মহারাষ্ট্রের নাসিক থেকে আসা পুণ্যার্থীদের একটি দল। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে। প্রায় আধ ঘণ্টা পুণ্যার্থীদের দলটি রাস্তায় বসে থাকার পরে পুলিশকর্তাদের মধ্যস্থতায় অবস্থা স্বাভাবিক হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে কলকাতা পুলিশের দূষণ বিরোধী শাখার তরফে এয়ার হর্নের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছিল বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে। অভিযান চলাকালীন পুলিশ কর্মীরা এয়ার হর্ন বাজানোর অভিযোগে গঙ্গাসাগর থেকে আসা পুণ্যার্থীদের একটি বাস আটক করেন। লালবাজারের দাবি, এয়ার হর্ন বাজিয়ে আইন ভাঙায় জরিমানা করার কথা জানানো হয় বাসের যাত্রীদের। এর পরেই পুণ্যার্থীদের তরফে দাবি করা হতে থাকে কর্তব্যরত পুলিশ অফিসার ওই বাস চালকের থেকে টাকা চেয়েছেন। সেই সময়ে চলে আসে পুণ্যার্থীদের অন্য একটি বাসও। টাকা চাওয়ার অভিযোগ তুলে রাস্তায় বসে পড়েন দুই বাসের যাত্রীরা।

লালবাজারের কর্তারা জানিয়েছেন, রাস্তার মাঝখানে পুণ্যার্থীদের দলটি বসে পড়লেও যান চলাচলে তেমন প্রভাব পড়েনি। শহরে এয়ার হর্ন বাজানো নিষিদ্ধ। কিন্তু তা উপেক্ষা করেই চালক সেটি ব্যবহার করায় কর্তব্যরত পুলিশ কর্মী বাসটিকে আটক করেছিলেন। পরে অবশ্য জরিমানা না নিয়েই বাস দু’টিকে যেতে দেওয়া হয়। তবে রাস্তা আটকে বসে থাকায় ওই পুণ্যার্থীদের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন