Abhijit Gangopadhyay Health Update

‘এয়ারলিফ্‌ট’ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লিতে নিয়ে যাওয়ার ভাবনা! সঙ্কটজনক বিজেপি সাংসদ, চলছে অক্সিজেন

তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হতে পারে। তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তাঁকে রাজধানীর এমস হাসপাতালে ভর্তি করানো হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৪:৫০
Share:

তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি। —ফাইল চিত্র।

কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি, তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হতে পারে। তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তাঁকে রাজধানীর এমস হাসপাতালে ভর্তি করানো হতে পারে। আপাতত তিনি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এখনও আইসিইউতে রেখেই চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, অভিজিতের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। রয়েছেন অক্সিজেন সাপোর্টে। কলকাতা থেকে তাঁকে ‘এয়ারলিফ্‌ট’ করে দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপি নেতৃত্বের।

Advertisement

অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ। সেই সঙ্গে ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ও রয়েছে। গত শনিবার থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বিজেপি সূত্রে খবর, তাঁকে যে দিন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সে দিনই প্রধানমন্ত্রীর সচিবালয় (পিএমও) থেকে তাঁর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বলা হয়েছিল, যে কোনও প্রয়োজনে পিএমও পাশে থাকবে।

বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, অভিজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কট কাটেনি। তাঁকে আইসিইউতে অতিরিক্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাঁদের তত্ত্বাবধানে রয়েছেন তমলুকের সাংসদ। অভিজিতের দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন বলে চিকিৎসকেরা ইঙ্গিত দিয়েছিলেন। সূত্রের খবর, সেই কারণেই দিল্লিতে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করানোর পক্ষপাতী বিজেপি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ‘এয়ারলিফ্‌ট’ করে অভিজিৎকে দিল্লি নিয়ে যাওয়া হলে তাঁর সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকও থাকবেন। আপাতত ‘লো ফ্লো অক্সিজেন’ চলছে প্রাক্তন বিচারপতির। অর্থাৎ, ধীরে ধীরে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তবে নতুন করে উন্নতিও হয়নি কিছু। সেই কারণেই তাঁকে নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব উদ্বিগ্ন। কেন্দ্রের সঙ্গে কথা বলে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

৬৩ বছরের প্রাক্তন বিচারপতি গত শনিবার বার বার বমি করছিলেন। তাঁর পেটে তীব্র যন্ত্রণাও হচ্ছিল। সেই অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। উল্লেখ্য, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে পেটের যন্ত্রণা ক্রমশ গোটা পেট-সহ পিঠের শিরদাঁড়ায় ছড়িয়ে পড়ে। বুকের দিকেও এই ব্যথা হতে পারে। অনেকের ক্ষেত্রে আবার তীব্র যন্ত্রণার সঙ্গে বমিও হয়। অন্য দিকে, ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল ডিজ়অর্ডার’-এ অন্ত্রে প্রদাহ তৈরি হয়, যার রেশ পড়ে ত্বকেও। এই রোগের বাড়াবাড়ি হলে খাদ্যনালিতে সংক্রমণ, এমনকি ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীন জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিজিৎ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিচারপতির পদ থেকে অবসর নিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। তমলুক থেকে ভোটে জিতে সাংসদ হন। গত মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ছাড়া, বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষও হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নিয়ে এসেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement