বিক্ষোভ কংগ্রেস, বিজেপির

শিশু পাচার এবং হত্যার একের পর এক ঘটনা প্রকাশ্যে আসায় তৃণমূল সরকারকে বিঁধছে বিরোধীরা। কংগ্রেস শুক্রবার শিশু পাচারের প্রতিবাদে ধর্মতলায় অবস্থান করে। আর বিজেপির মেডিক্যাল সেল এ দিনই স্বাস্থ্য ভবন অভিযান করে দাবিপত্র দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ০৪:৩০
Share:

প্রতিবাদে-প্রতিরোধে। শিশু পাচারের বিরুদ্ধে বিক্ষোভে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে স্নেহাশিস ভট্টাচার্যের তোলা ছবি।

শিশু পাচার এবং হত্যার একের পর এক ঘটনা প্রকাশ্যে আসায় তৃণমূল সরকারকে বিঁধছে বিরোধীরা। কংগ্রেস শুক্রবার শিশু পাচারের প্রতিবাদে ধর্মতলায় অবস্থান করে। আর বিজেপির মেডিক্যাল সেল এ দিনই স্বাস্থ্য ভবন অভিযান করে দাবিপত্র দেয়।

Advertisement

অবস্থানে সামিল হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বিরোধী দলনেতা আব্দুল মান্নান প্রমুখ। মনোজ চক্রবর্তী, নেপাল মাহাতো-সহ অধিকাংশ বিধায়কও ছিলেন। অধীরবাবু বলেন, ‘‘শিশু পাচারের কুখ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রী। তিনি এত দিন কী করছিলেন? সিআইডি উপযুক্ত তদন্ত না করলে সিবিআই তদন্তের দাবিতে কংগ্রেস আদালতে যাবে।’’ শিশু পাচার-কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিও জানিয়েছেন অধীরবাবু। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সম্পাদক লকেট চট্টোপাধ্যায় প্রমুখের নেতৃত্বে এ দিন বিজেপি-র মেডিক্যাল সেলের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয়। স্বাস্থ্য ভবনে দাবিপত্র দিয়ে শিশু পাচার-কাণ্ড নিয়ে সিবিআই তদন্ত দাবি করেন লকেটরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement