Demise of Jafikul Islam

প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম, দীর্ঘ সময় ক্যানসারে আক্রান্ত ছিলেন

বৃহস্পতিবার বিকেলে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাফিকুল ইসলাম। বয়স হয়েছিল ৪৯ বছর। গত দু’বছরের বেশি সময় ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫২
Share:

প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। —ফাইল চিত্র।

প্রয়াত হলেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৪৯ বছর। গত দু’বছরের বেশি সময় ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। দীর্ঘ সময় ধরে কলকাতার বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশন শেষ হতেই খবর আসে তৃণমূল পরিষদীয় দলের ঘরে। দ্রুত খবর ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অন্দরে। বিধায়কের মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে ডোমকল এলাকার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান জানিয়েছেন, গত মাসের ২৭ তারিখ থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন জাফিকুল। বৃহস্পতিবার চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডোমকলের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাফিকুল। সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমানকে ৪৭ হাজারের বেশি ভোটে হারিয়ে প্রথম বারের জন্য বিধায়ক হয়েছিলেন তিনি। কিন্তু ক্যানসারে আক্রান্ত হওয়ার পর গত দু’বছর বিধানসভার অধিবেশনে সে ভাবে অংশ নিতে দেখা যায়নি তাঁকে। আর নিজের বিধায়কপদের মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়াত হলেন ডোমকলের এই বিধায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement