পুজো উদ্বোধনে রাজ্যে আসতে পারেন শাহ

বৃহস্পতিবার দিলীপবাবু দাবি করেন, ‘‘আগামী ১ অথবা ৩ অক্টোবর অমিত শাহকে রাজ্যে আসার আবেদন জানানো হয়েছে। শাহও সম্মতি জানিয়েছেন। তিনি বেশ কিছু পুজোর উদ্বোধন করবেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪৩
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।—ফাইল চিত্র।

পুজো উদ্বোধনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসবেন। জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু প্রশ্ন উঠছে, কোন পুজো উদ্বোধন করবেন তিনি? শাহকে দিয়ে উদ্বোধন করানোর মতো বড় পুজো আদৌ আছে তো বিজেপির নিয়ন্ত্রণে? দলের একাংশেই এ নিয়ে সংশয় রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার দিলীপবাবু দাবি করেন, ‘‘আগামী ১ অথবা ৩ অক্টোবর অমিত শাহকে রাজ্যে আসার আবেদন জানানো হয়েছে। শাহও সম্মতি জানিয়েছেন। তিনি বেশ কিছু পুজোর উদ্বোধন করবেন।’’

কিন্তু বিজেপির অন্দরেই একাংশের বক্তব্য, রাজ্যে পুজো রাজনীতিতে দল যতটা জায়গা করতে পারবে ভেবেছিল, বাস্তবে তেমন হয়নি। নামি বা বড় পুজোগুলি কার্যত ‘দখল’ করতে পারেনি বিজেপি। শাহের মতো ‘হাইপ্রোফাইল’ কাউকে নিয়ে এসে ছোটখাটো পুজো উদ্বোধন করানো সম্ভব নয়। সে ক্ষেত্রে শাহকে দিয়ে পুজো উদ্বোধন করানোর বদলে কয়েকটি মণ্ডপ ঘোরানো হবে কি না, সে বিকল্প ভাবনাও চলছে।

Advertisement

দিলিপবাবুর অবশ্য এ বিষয়ে বক্তব্য, ‘‘শাহ কোন পুজো উদ্বোধন করবেন, তা রাজ্য দল স্থির করবে। এখনই কোনও নাম বলব না।’’

তিনি এ দিন আরও জানিয়েছেন, মহালয়ার সময়ে রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা। ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়ে ২৭ সেপ্টেম্বর তাঁর একটি আলোচনাচক্রে যোগ দেওয়ার কথা। আর মহালয়ার দিন তিনি তর্পণ করতে পারেন। দিলীপবাবুর বক্তব্য, ‘‘যে সমস্ত বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে, তাঁদের উদ্দেশে তর্পন করবেন নাড্ডা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন