NRC

নাগরিকত্ব-প্রতিবাদ প্রজাতন্ত্র দিবসে

শাহের সম্ভাব্য সফরের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহারের দাবিতে পথে নামছে নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ০৩:৪৩
Share:

—ফাইল চিত্র।

রাজ্যে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার সম্ভাবনা আগামী ৩০ জানুয়ারি। মতুয়া এলাকায় গিয়ে নাগরিকত্বের বিষয়ে আশ্বাস দিতে পারেন তিনি। শাহের সেই সম্ভাব্য সফরের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহারের দাবিতে পথে নামছে নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চ। তাদের দাবি, উদ্বাস্তু ও অভিবাসী-বিরোধী নাগরিকত্ব সংশোধনী আইন, ২০০৩ এবং ‘সাম্প্রদায়িক, সংবিধান-বিরোধী’ নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯— দু’টোই বাতিল করতে হবে। যুক্ত মঞ্চের আহ্বায়ক প্রসেনজিৎ বসু জানিয়েছেন, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে ধর্মতলা অভিমুখে পদযাত্রা হবে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে। পরে নিউ মার্কেট চত্বরে হবে জনসভা ও সাংস্কৃতিক কর্মসূচি। প্রসেনজিৎদের অভিযোগ, উদ্বাস্তুদের নাগরিকত্ব ‘দিয়ে দেওয়া হবে’ বলে ভুল বোঝাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন