Local Train

ট্রেনের জন্য চিঠি

জেলার সংযোগ রক্ষাকারী ট্রেন দ্রুত চালু করার জন্য আবেদন জানাল ফরওয়ার্ড ব্লক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ০৪:৩৬
Share:

—ফাইল চিত্র।

কলকাতার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো জেলার সংযোগ রক্ষাকারী ট্রেন দ্রুত চালু করার জন্য আবেদন জানাল ফরওয়ার্ড ব্লক। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে এই বিষয়ে রেলের সঙ্গে আলোচনা করে শীঘ্র সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছেন ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। চিঠিতে তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদ থেকে লালগোলা প্যাসেঞ্জার ও ভাগীরথী এক্সপ্রেস, বীরভূম থেকে বিশ্বভারতী, ময়ূরাক্ষী ও গণদেবতা এক্সপ্রেস, পশ্চিম বর্ধমান থেকে কোলফিল্ড ও ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং পুরুলিয়া থেকে রূপসী বাংলা ও পুরুলিয়া এক্সপ্রেসের মতো ট্রেনগুলি যাত্রীদের সুবিধার্থে অবিলম্বে চালু করা দরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement