BJP Woker Held In Bardhaman

মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে ‘কুরুচিকর মন্তব্য’ সমাজমাধ্যমে, বর্ধমান শহরে গ্রেফতার বিজেপির কর্মী

পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপি কর্মীর নাম সন্দীপ কুন্ডু। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল ছবি পোস্ট করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ২০:২৬
Share:

—প্রতীকী চিত্র।

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বর্ধমান শহরের সুকান্তপল্লি এলাকা থেকে পাকড়াও করা হয়েছে তাঁকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপি কর্মীর নাম সন্দীপ কুন্ডু। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল ছবি পোস্ট করেছেন। ধৃতের বাড়ি সুকান্তপল্লিতে।

সমাজমাধ্যমে বিজেপি কর্মীর করা মন্তব্য নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব বর্ধমানের জেলা সভাপতি স্বরাজ ঘোষ। তার ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে হাজির করানো হলে বিচারক তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

অভিযোগকারী বলেন, “বিজেপি কর্মী সন্দীপ কুন্ডু বেশ কিছু দিন ধরেই সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন এবং কুরুচিকর মন্তব্য করছেন, এমনকি অপমানজনক কিছু ছবিও পোস্ট করছেন। শুধু মুখ্যমন্ত্রী বলেই নয়, মহিলাদের সম্মানহানি করছেন উনি। আমরা সংস্কৃতি ও কৃষ্টিতে বিশ্বাসী। আইন আইনের পথে চলবে। আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’’

অন্য দিকে, বিজেপির অভিযোগ, মিথ্যা মামলায় তাদের কর্মীকে ফাঁসানো হয়েছে। পূর্ব বর্ধমান জেলা বিজেপি নেতৃত্বের দাবি, “পুলিশ এখন তৃণমূলের বি টিম। তৃণমূলের হয়ে পুলিশ যে সক্রিয়তা দেখায়, তার কিঞ্চিৎ দেখা যায় না সাধারণ মানুষের সঙ্গে কোনও অন্যায় হলে। বিরোধীরা প্রতিবাদ করলে পুলিশ তাদের কণ্ঠরোধ করে। অন্য দিকে, শাসকদলের ছায়ায় থেকে দুর্নীতি, খুন, ধর্ষণের মতো অভিযোগে জড়ালেও অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয় না। তখন চোখ বন্ধ করে থাকা ওরা।’’ বিজেপির তরফে জানানো হয়েছে, কর্মীকে ছাড়িয়ে আনতে তারা আইনি পথে লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমে প্রতিবাদ করবে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৮, ৩৩৬(৩), ৩৪০(২) এবং ৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে। শনিবার ধৃতকে আদালতে হাজির করানো হলে ভারপ্রাপ্ত সিজেএম তাঁর পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement