Durgapur

বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরে! অভিযোগের তির তৃণমূলের দিকে, শাসকদল বলছে ‘নাটক’

ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন জিতেন্দ্র। তাঁর কথায়, ‘‘থানায় লিখিত অভিযোগ দায়ের হবে। তবে পুলিশ কতটা ব্যবস্থা নেবে তা নিয়ে সংশয় রয়েছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ২২:৪০
Share:

—প্রতীকী চিত্র।

এক বিজেপি কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ, তৃণমূলআশ্রিত গুন্ডাবাহিনী তাঁর উপর হামলা চালিয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Advertisement

ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। আহতের নাম সঞ্জয় যাদব। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার খনিতে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি সম্পর্কে সঞ্জয়ের আত্মীয়। শনিবার তাঁর দেহ নিতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসেন সঞ্জয়। অভিযোগ, সেই সময়েই কয়েক জন তাঁর উপর চড়াও হন এবং মারধর শুরু করেন। ঘটনাকে কেন্দ্র উত্তেজনা ছড়াতেই ঘটনাস্থলে আসে পুলিশ।

আহত বিজেপি কর্মীর অভিযোগ, তাঁর উপর যাঁরা হামলা চালিয়েছিলেন, তাঁরা সকলেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। মারধরের ফলে সঞ্জয়ের মাথা ফাটে। প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালেই চিকিৎসা শুরু হয় তাঁর। যদিও অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে বিধাননগরের সুপার স্পেশালিটি এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, বিজেপির জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়েরা।

Advertisement

ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন জিতেন্দ্র। তাঁর কথায়, ‘‘থানায় লিখিত অভিযোগ দায়ের হবে। তবে পুলিশ কতটা ব্যবস্থা নেবে তা নিয়ে সংশয় রয়েছে।’’ তাঁর আরও অভিযোগ, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ইশারাতেই এই কাণ্ড ঘটেছে। যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, ‘‘জিতেন্দ্র তিওয়ারির কথায় গুরুত্ব দিতে চাই না। উনি মিথ্যা কথা বলছেন। সামনে ভোট তাই নাটক শুরু করেছে বিজেপি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement