Chandrima Bhattacharya

‘দ্বন্দ্বের’ কথা ওড়ালেন চন্দ্রিমা

দলে কোনও দ্বন্দ্ব নেই দাবি করার পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে বাংলার মহিলাদের অপমান করার অভিযোগ তুললেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ০৭:৩৫
Share:

মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। —ফাইল চিত্র।

দলে কোনও দ্বন্দ্ব নেই দাবি করার পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে বাংলার মহিলাদের অপমান করার অভিযোগ তুললেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে জেলা মহিলা তৃণমূলের এক কর্মিসভা হয়। সেখানেই নানা বিষয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন মন্ত্রী চন্দ্রিমা।

Advertisement

সম্প্রতি রাজ্য তৃণমূলে নবীন-প্রবীণ ‘দ্বন্দ্ব’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সে নিয়ে এ দিন চন্দ্রিমা বলেন, ‘‘দলে নবীন-প্রবীণ বলে কিছু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা।’’ তাঁর অভিযোগ, ‘‘বাংলার বিভিন্ন প্রকল্প নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি নেতারা। বাংলার মহিলাদের স্বার্থে লক্ষীর ভান্ডার চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি এই প্রকল্পকে মহিলাদের ভিক্ষা দেওয়া হচ্ছে বলে কটাক্ষ করেছে। বিজেপি বাংলার মহিলাদের অসম্মান করে।’’ তাঁর দাবি, কেন্দ্রের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের সুফল কেউ পাচ্ছে না।

তাঁর আরও দাবি, ন্যূনতম ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখতে হবে বলে আইন হয়েছে। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ শতাংশ আসন সংরক্ষণ করেছেন। এ দিনের সম্মেলনে ছিলেন সংগঠনের রাজ্য সহ-সভানেত্রী স্মিতা বক্সী, জেলা সভানেত্রী শিখা সেনগুপ্ত, জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রমুখ।

Advertisement

বিজেপির মহিলা মোর্চার নেত্রী সৈয়দ সেরিনার পাল্টা দাবি, ‘‘বাংলায় নারীদের কোনও নিরাপত্তা নেই। রাজ্যের নেতা-মন্ত্রীরা দুর্নীতিতে জেলে যাচ্ছেন। সেখানে তাঁদের নেত্রীর মুখে এ সব কথা মানায় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন