Durgapur Gang Rape Case

অভিযুক্তদের আইনজীবী অনুপস্থিত থাকার কারণে পিছল দুর্গাপুর ধর্ষণকাণ্ডের চার্জ গঠন

আদালত সূত্রে খবর, ‘নির্যাতিতা’র ধৃত সহপাঠীকে নির্দোষ প্রমাণ করার জন্য সময় চেয়েছেন অভিযুক্তের আইনজীবী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ০১:২৮
Share:

—প্রতীকী চিত্র।

বেসরকারি মেডিক‍্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর গণধর্ষণের মামলায় মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে চার্জ গঠন করা গেল না। অভিযুক্তদের আইনজীবী অনুপস্থিত থাকার কারণেই তা পিছিয়ে গিয়েছে।

Advertisement

আদালত সূত্রে খবর, ‘নির্যাতিতা’র ধৃত সহপাঠীকে নির্দোষ প্রমাণ করার জন্য সময় চেয়েছেন অভিযুক্তের আইনজীবী। অন্য দিকে, সোমবার আদালতে অভিযুক্তের আইনজীবী শেখর কুন্ডু যে দু’টি আবেদন জানিয়েছিলেন সেই দু’টিই খারিজ করে দেয় আদালত। বিচারক বলেন, ‘‘গণধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি চাই।’’ অভিযুক্তের আইনজীবীকে দুর্গাপুর মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের নির্দেশ, আগামী ১০ নভেম্বর উপস্থিত থাকার জন‍্য।

প্রসঙ্গত, সোমবার শেখর প্রশ্ন তুলেছিলেন, ২০ দিনের মাথায় চার্জশিট পেশ করা নিয়ে। ‘তাড়াহুড়ো’ করা হয়েছে দাবি করে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ‘‘তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা নয় তো?’’ নির্যাতিতার সহপাঠীকে ‘আটক’ করার সময়ে থানার সিসিটিভি ও টিআই প্যারেড প্রক্রিয়ার ফুটেজ। তাঁর দাবি ছিল, ইলেক্ট্রনিক তথ্যের বেশ কিছু অংশ নেই। সম্পূর্ণ অংশ দিতে হবে। তিনি চেয়েছিলেন, ‘নির্যাতিতা’ ও ধৃত সহপাঠীর ফোন ও চ্যাটে কথোপকথনের পুঙ্খানুপুঙ্খ তথ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement