শহরে মাওবাদী লিফলেট

শহিদ সপ্তাহ পালনের ডাক দেওয়া মাওবাদী লিফলেট মিলল দুর্গাপুর শহরে। বুধবার রাতে আদালত ও মহকুমাশাসকের কার্যালয় লাগোয়া দুর্গাপুর প্রেস ক্লাবের সামনে লিফলেটগুলি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ গিয়ে সেগুলি তুলে নিয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০১:০৫
Share:

দুর্গাপুরে তদন্তে পুলিশ। নিজস্ব চিত্র

শহিদ সপ্তাহ পালনের ডাক দেওয়া মাওবাদী লিফলেট মিলল দুর্গাপুর শহরে। বুধবার রাতে আদালত ও মহকুমাশাসকের কার্যালয় লাগোয়া দুর্গাপুর প্রেস ক্লাবের সামনে লিফলেটগুলি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ গিয়ে সেগুলি তুলে নিয়ে যায়।

Advertisement

প্রতি বছর ২৮ জুলাই থেকে শহিদ সপ্তাহ পালন করে মাওবাদীরা। ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-এর বর্ধমান জেলা শিল্পাঞ্চল কমিটির নামে লেখা এ দিনের লিফলেটগুলিতে সেই সপ্তাহ পালনের আহ্বান জানানো হয়েছে। খবর পেয়ে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে পুলিশ জেনেছে, রাত ৮টা নাগাদ একটি মোটরবাইকে এসে দু’জন লিফলেটগুলি ফেলে রেখে পালিয়ে গিয়েছে। পুলিশ জানায়, পরীক্ষা করে দেখা গিয়েছে, লিফলেটগুলি ২০১৪ সালের শহিদ সপ্তাহ উপলক্ষে ছাপানো হয়েছিল। পুরনো লিফলেটগুলিই এ বার ফেলে যাওয়া হয়েছে।

দুর্গাপুরে এর আগে কয়েক বার মাওবাদী পোস্টার নজরে পড়েছে। প্রত্যেক বারই পুলিশ তা তুলে নিয়ে গিয়েছে। কিন্তু কেউ কখনও ধরা পড়েনি। ফের দুর্গাপুর শহরে এমন লিফলেট ছড়ানোয় চিন্তায় গোয়েন্দারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement