TMC

মমতার সভার পরে কালনায় কর্মসূচিতে জোর দু’পক্ষেরই

তৃণমূল সুত্রের দাবি, মঙ্গলবার বৈদ্যপুরে মুখ্যমন্ত্রীর সভায় শুধু কালনা ২ ব্লক থেকেই প্রায় ৩০ হাজার মানুষ সভাস্থলে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ০৪:৫৫
Share:

প্রতীকী ছবি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে যাওয়ার পরে, পূর্ব বর্ধমানের কালনা বিধানসভা এলাকায় প্রচারে জোর বাড়ানোর সিদ্ধান্ত নিল তৃণমূল। এলাকায় মতুয়া সম্প্রদায়ের ভোটে নজর রেখে শুক্রবার একটি সভা ও মিছিলের আয়োজন করা হয়েছে বলে দল সূত্রের খবর। পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েত এলাকায় ওই কর্মসূচিতে থাকতে পারেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। তৃণমূলের এই কর্মসূচিকে ‘গুরুত্বহীন’ দাবি করে কালনার বিজেপি নেতৃত্ব জানান, তাঁরা এলাকায় ‘পরিবর্তন যাত্রা’র প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement

তৃণমূল সুত্রের দাবি, মঙ্গলবার বৈদ্যপুরে মুখ্যমন্ত্রীর সভায় শুধু কালনা ২ ব্লক থেকেই প্রায় ৩০ হাজার মানুষ সভাস্থলে আসেন। সভায় সাড়া দেখে রাতেই দলের স্থানীয় নেতারা বৈঠক করে, ফের দ্রুত দলীয় কর্মসূচির সিদ্ধান্ত নেন। পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের কয়েকটি এলাকায় প্রচুর মতুয়া ভোটার রয়েছেন। তৃণমূল নেতারা জানান, শুক্রবার এলাকার নিয়ন্ত্রিত বাজার কমপ্লেক্স থেকে একটি মিছিল করা হবে। মিছিল শেষে সভা হবে। মাঠেই থাকবে কয়েকহাজার মানুষের খাওয়াদাওয়ার আয়োজন।

বুধবার তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবু টুডু বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সভার পরে, দলের নেতা-কর্মীরা উজ্জীবিত। শুক্রবারের কর্মসূচিতেও ভাল ভিড় হবে।’’ তাঁর দাবি, বিভিন্ন পঞ্চায়েত এলাকায় দলের যা ভুল-ত্রুটি রয়েছে, তা শুধরে নেওয়ার কাজ চলছে। দলে এত দিন নিষ্ক্রিয় থাকা নেতা-কর্মীরাও প্রচারে নেমে পড়েছেন।

Advertisement

তৃণমূলের এই কর্মসূচিকে আমল দিতে নারাজ বিজেপি। দলের নেতাদের দাবি, তাঁরা ‘পরিবর্তন যাত্রা’ নিয়ে ব্যস্ত। এলাকার বিজেপি নেতা রাজীব ভৌমিক জানান, ১৩ ফেব্রুয়ারি ‘পরিবর্তন যাত্রা’ ফুটিসাঁকো হয়ে কেতুগ্রাম, মঙ্গলকোট ঘুরে কাটোয়ায় পৌঁছবে। পর দিন পূর্বস্থলী হয়ে তা পৌঁছবে কালনায়। সে দিনই পূর্বস্থলী দক্ষিণের নসরতপুরে রেল ময়দানে সভা হবে। দলের কেন্দ্রীয় নেতাদের সেখানে আসার কথা। ১৫ ফেব্রুয়ারি কালনা থেকে সাতগাছিয়া, মন্তেশ্বর হয়ে ‘পরিবর্তন যাত্রা’ পৌঁছবে বর্ধমান সদর এলাকায়। কালনার বিজেপি নেতা ধনঞ্জয় মণ্ডলের বক্তব্য, ‘‘পরিবর্তন যাত্রার পরেই কালনা ২ ব্লকে একটি বড় সভা করার কথা ভাবা হচ্ছে। এলাকার মতুয়া সম্প্রদায়ের ভোটারেরা আমাদের সঙ্গেই রয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement