Local Train in Howrah Division

ট্রেনের ইঞ্জিনে আটকে যায় রেলকর্মীর হাত! মেমারি স্টেশনে দু’ঘণ্টা দাঁড়িয়ে রইল বর্ধমান-হাওড়া লোকাল

শুক্রবার সকাল ৭ টা ২৬ মিনিটে বর্ধমান স্টেশন থেকে ছাড়ে হাওড়াগামী ওই লোকালটি। বর্ধমান ছাড়ার কিছু ক্ষণ পর লোকালটি মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। তখনই বিপত্তি ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৩:১১
Share:

ট্রেনের ইঞ্জিনে আটকে গেল রেলকর্মীর হাত! —নিজস্ব চিত্র।

ট্রেনের ইঞ্জিনের মধ্যে হাত আটকে যায় এক রেলকর্মীর। তার জেরে প্রায় ঘণ্টা দুয়েক মেমারি স্টেশনে দাঁড়িয়ে থাকল ডাউন বর্ধমান-হাওড়া লোকাল।

Advertisement

শুক্রবার সকাল ৭ টা ২৬ মিনিটে বর্ধমান স্টেশন থেকে ছাড়ে হাওড়াগামী ওই লোকালটি। অনেকেই ওই ট্রেনে চেপে কলকাতায় আসেন। ট্রেনে তাই ঠাসা ভিড় ছিল। বর্ধমান ছাড়ার কিছু ক্ষণ পর লোকালটি মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। তখনই বিপত্তি ঘটে।

জানা গিয়েছে, ওই লোকালে চেপে বর্ধমান থেকে মেমারি যাচ্ছিলেন এক রেলকর্মী। চালকের সঙ্গে ছিলেন ট্রেনের ইঞ্জিনেই। ট্রেন মেমারিতে দাঁড়ায়। ট্রেন থেকে নামার সময় কিছু একটা ইঞ্জিনের মধ্যে পড়ে যায়। সেটি তুলতে গিয়েই ট্রেনের ইঞ্জিনে ওই রেলকর্মীর হাত আটকে যায়। খবর পেয়ে স্টেশনে পৌঁছোন অন্য রেলকর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টার ইঞ্জিন থেকে ওই রেলকর্মীর হাত বার করে আনতে সক্ষম হন তাঁরা।

Advertisement

এই ঘটনার কারণে প্রায় দু’ঘণ্টা মেমারি স্টেশনে দাঁড়িয়ে থাকে ওই ট্রেনটি। যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তবে যাত্রীদের অন্য ট্রেনে গন্তব্যে পাঠানো হয়। তার পরে ঘণ্টা দুই পরে ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশে রওনা দেয়। যদিও পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির ওই লোকাল ট্রেনটি মেমারি স্টেশনে দেড় ঘণ্টা আটকে ছিল। পরে সমস্যা মেটার পর তা হাওড়ায় পাঠানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement