Vishnu Idol Found From Damodar

দামোদরে হাজার বছরের বিষ্ণমূর্তি উঠল জেলেদের জালে! ফের জায়গা হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে

প্রাচীন বিষ্ণুমূর্তিটি নিতে রায়না থানায় যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের দায়িত্বে থাকা শ্যামসুন্দর বেরা। মূর্তি প্রসঙ্গে তিনি বলেন ‘‘বিষ্ণুমূর্তিটি ব্যাসল্ট পাথরের। আনুমানিক ১০০০ বছরের প্রাচীন এটি। পাল ও সেন যুগের বলেই মনে করা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ২০:৪৬
Share:

বিষ্ণুমূর্তিটির উচ্চতা ২৮ ইঞ্চি এবং প্রস্থ ১৪ ইঞ্চি। —নিজস্ব চিত্র।

দামোদর নদ থেকে মিলল প্রায় ১০০০ বছরের পুরোনো ব্যাসল্ট পাথরের বিষ্ণুমূর্তি। পূর্ব বর্ধমানের রায়নার হিজলনার জেলেদের জালে উঠেছে মূর্তিটি। সোমবার পুলিশের কাছ থেকে মূর্তিটি সংরক্ষণের জন্য নিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যায়।

Advertisement

কিছু দিন আগে দামোদর থেকে মিলেছিস প্রাচীন দুর্গা-শিবের মূর্তি। এ বার হিজলনা থেকে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সোমবার প্রাচীন বিষ্ণুমূর্তিটি নিতে রায়না থানায় যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের দায়িত্বে থাকা শ্যামসুন্দর বেরা। মূর্তি প্রসঙ্গে তিনি বলেন ‘‘বিষ্ণুমূর্তিটি ব্যাসল্ট পাথরের। আনুমানিক ১০০০ বছরের প্রাচীন এটি। পাল ও সেন যুগের বলেই মনে করা হচ্ছে। মূর্তিটির উচ্চতা ২৮ ইঞ্চি এবং প্রস্থ ১৪ ইঞ্চি। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের জাদুঘরেই থাকবে মূর্তিটি।

হিজলনা এলাকায় দামোদর নদ থেকে প্রাচীন মূর্তি উদ্ধারের ঘটনা অবশ্য এই প্রথম নয়। শ্যামসুন্দরের কথায়, ‘‘এর আগে ২০২০ সালে হিজলনা এলাকা থেকেই পাথরের তৈরি প্রাচীন উমা-মহেশ্বরের মূর্তি উদ্ধার হয়েছিল। সেটিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। এ ছাড়াও চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে রায়নার হরিপুরে দামোদর নদ থেকে একটি সূর্যমূর্তি পাওয়া গিয়েছিল। সেই মূর্তিটি ৩ জানুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে নিয়ে গিয়ে রাখা হয়।’’

Advertisement

রায়না থানার পুলিশ কর্তাদের কথায় জানা গিয়েছে,গত শনিবার রায়নার হিজলনায় দামোদরে জাল ফেলে মাছ ধরছিলেন স্থানীয় জেলেরা। তাদেরই জালে প্রাচীন মূর্তিটি আটকা পড়ে। এই খবর পেয়ে রায়না থানার পুলিশ রবিবার এলাকায় গিয়ে মূর্তিটি উদ্ধার করে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম কর্তৃপক্ষ সংরক্ষণের জন্য মূর্তিটি নিতে চেয়ে রায়না থানায় আবেদন জানায়।সেই আবেদন অনুযায়ী সোমবার মূর্তিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement