দরজা ভাঙতেই খাটে পচাগলা দেহ মহিলার

এলাকাবাসীর অভিযোগ, ওই মহিলাকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত শোভা নস্করের (৪৫) মুখ ও শরীরের একাংশ অ্যাসিডে পোড়া। পুলিশের অনুমান, ওই ওয়ার্ডেরই দাসপুকুর এলাকার বাসিন্দা শোভাদেবীকে খুন করে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে।   

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০৪:০৩
Share:

এই ঘরে মিলেছে দেহ। নিজস্ব চিত্র

দিন চারেক বাড়ি ফেরেননি ভাড়াটে। বন্ধ দরজা ছাপিয়ে দুর্গন্ধ বাড়ছিল প্রতিদিনই। সোমবার বর্ধমানের ২৪ নম্বর ওয়ার্ডের খর্গেশ্বরপল্লি এলাকায় ওই বাড়ির দরজা ভেঙে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

এলাকাবাসীর অভিযোগ, ওই মহিলাকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত শোভা নস্করের (৪৫) মুখ ও শরীরের একাংশ অ্যাসিডে পোড়া। পুলিশের অনুমান, ওই ওয়ার্ডেরই দাসপুকুর এলাকার বাসিন্দা শোভাদেবীকে খুন করে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে স্ত্রী মারা যাওয়ার পরে দাসপুকুর এলাকার এক বাসিন্দা কালা মৃধা খর্গেশ্বরপল্লি এলাকার এই বাড়ি ভাড়া নেন। নিয়মিত আসাযাওয়া করতেন তিনি। তবে দিন চারেক ধরে আসেননি। এ দিকে দিন চারেক ধরে নিখোঁজ ছিলেন শোভাদেবীও। মৃতার বোন বেনু মণ্ডল বলেন, ‘‘দিদি বিধবা। বেশ কয়েক বছর ধরে কালা মৃধার সঙ্গে দিদির সম্পর্ক ছিল। বাড়িতে আপত্তিও ছিল। কিন্তু দিদি শুনত না।’’ খর্গেশ্বরপল্লির ওই বাড়ির মালিক সরস্বতী মণ্ডলও জানান, মাস দুয়েক ধরে মাঝেমধ্যেই ওই মহিলাকে নিয়ে আসতেন কালা। তবে তাঁরা কিছু বলেননি। আশপাশের বাসিন্দা দীপু কুড়ি, সন্ধ্যা দাসদের দাবি, দু’দিন ধরেই ওই বাড়ি থেকে পচা গন্ধ বের হচ্ছিল। তবে প্রথমে গা করেননি কেউ। এ দিন দুর্গন্ধ মাত্রা ছাড়ালে বাড়ির তালা ভেঙে দেখা যায়, খাটে ওই মহিলার দেহ পড়ে রয়েছে।

Advertisement

স্থানীয় তৃণমূল নেতা মানিক দাস বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে এসে দেখি মহিলার মুখে অ্যাসিড ঢালা হয়েছে। দেখে মনে হচ্ছে, খুন করে মুখে অ্যাসিড দেওয়া হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি, এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীকে গ্রেফতার করতে হবে।’’

ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার আইসি তুষারকান্তি কর ঘটনাস্থলে যান। বাড়িওয়ালা ও অন্যদের সঙ্গে কথা বলেন তিনি। দেহ পাঠানো হয় ময়না-তদন্তে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। খোঁজ করা হচ্ছে ওই ব্যক্তিরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন