West Bengal Panchayat Election 2018

পঞ্চায়েত সমিতির ভোটের ফল: ২০১৩

২০১৩ সালের নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর কিন্তু ছবিটা অনেকটাই অন্য রকম ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০১৮ ১৯:০৬
Share:

রাজ্যে পঞ্চায়েত সমিতির মোট বোর্ড ৩২৯। ২০১৮ সালে যখন পঞ্চায়েত নির্বাচনের মুখোমুখি বাংলা, তখন হাতে গুণে বলে দেওয়া যায়, ক’টা বোর্ড শাসক দল তৃণমূলের হাতের বাইরে রয়েছে।

Advertisement

২০১৩ সালের নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর কিন্তু ছবিটা অনেকটাই অন্য রকম ছিল। প্রায় ১০০টি ব্লক অর্থাৎ পঞ্চায়েত সমিতির প্রায় ১০০টি বোর্ড তৃণমূলের হাতের বাইরে চলে গিয়েছিল। পরবর্তী পাঁচ বছরে দলবদলেই হোক বা দল ভাঙানোর খেলায়, রঙ বদলে গিয়েছে একের পর এক ব্লকের।

গত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে পঞ্চায়েত সমিতির মোট আসনসংখ্যা ছিল ৯ হাজার ২৪৫। তৃণমূল জিতেছিল মোট ৫ হাজার ৩০৬টি আসনে। আর এ বার রাজ্যে পঞ্চায়েত সমিতির মোট আসন ৯ হাজার ২১৭টি। ভোট হওয়ার আগেই তৃণমূলের দখলে ৩ হাজার ৫৯টি আসন। ভোটের পরে ছবিটা কোথায় গিয়ে দাঁড়াবে, আন্দাজ করা শক্ত নয়।

Advertisement

পাঁচ বছর আগের নির্বাচনে পঞ্চায়েত সমিতি আসন স্তরের ফলাফলটা ঠিক কেমন ছিল? দেখে নিন এক ঝলকে।

এ বার দেখে নিন ২০১৩ সালের পঞ্চায়েত সমিতি ভোটের বোর্ড ভিত্তিক ফল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন