BJP

মমতার নির্দেশেই পরিচালিত হচ্ছেন কমিশনের আধিকারিক: মুকুল

চতুর্থ দফায় আট কেন্দ্রে বিভিন্ন জায়গায় বিজেপি-তৃণমূল সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। পঞ্চম দফায় ভোটের আগে তা নিয়ে রাজনীতির পারদ ক্রমশই চড়ছে। এ দিন মুকুলের গলাতে তাঁরই প্রতিফলন শোনা গেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৭:২৩
Share:

সাংবাদিকদের মুখোমুখি বাবুল সুপ্রিয় এবং মুকুল রায়।

চতুর্থ দফা নির্বাচনে হিংসার ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করতে পিছপা হননি বিজেপির রাজ্য নেতৃত্ব। এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে খোদ নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল বিজেপি। তাদের অভিযোগ, মমতার নির্দেশেই কমিশনের আধিকারিকেরা পরিচালিত হচ্ছেন।

Advertisement

মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, আসনসোলের দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, শিশির বাজোরিয়াদের নিয়ে কমিশনে গিয়েছিলেন মুকুল রায়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব, এ রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে দেখা করে এই প্রতিনিধি দল। ওই সাক্ষাতের পর মুকুল রায় সাংবাদিকদের বলেন, “জয় নিশ্চিত বলেই বাবুলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। তাঁর অঙ্গুলিহেলনেই বাবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে। আগে গান নিয়ে সমস্যা করেছেন। আর প্রতি বারই ওঁকে আড়াল করার চেষ্টা করছে কমিশন।”

চতুর্থ দফায় আট কেন্দ্রে বিভিন্ন জায়গায় বিজেপি-তৃণমূল সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। পঞ্চম দফায় ভোটের আগে তা নিয়ে রাজনীতির পারদ ক্রমশই চড়ছে। এ দিন মুকুলের গলাতে তাঁরই প্রতিফলন শোনা গেল। তিনি বলেন, “শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে কমিশন দাবি করতেই পারেন। কিন্তু বাস্তবে তা হয়নি। আসানসোলের পুলিশ কমিশনারের বিরুদ্ধে বার বার অভিযোগ করা সত্ত্বেও কমিশন ব্যবস্থা নেয়নি। সিপিএমের মতো তৃণমূল একই কায়দায় নিয়েছে।”

Advertisement

আরও পড়ুন, দলের ধমক খেয়েই মিডিয়ার ঘাড়ে দায় চাপালেন অনুপম, ‘কেষ্টকাকু’ ২৪ ঘণ্টাতেই ‘কেষ্টদা’

মুকুল দাবি করেন, “কেন কমিশনের ওই কর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না? কেন ব্যবস্থা নেয়নি কমিশন? মিডিয়ায় এই খবর দেখানোর পর বাবুলের সামাজিক পরিচিতি নষ্ট হয়েছে। ব্যক্তিগত ক্ষতি হয়েছে।” মুকুল বলেন, “নির্বাচন কমিশনের কোনও কোনও ব্যক্তি, প্রতিষ্ঠানের উর্ধে গিয়ে কাজ করছেন। চতুর্থদফায় যে কোনও কারণেই হোক, কেন্দ্রীয় বাহিনীর গতি খুব শ্লথ ছিল। কেন হয়েছে? কী কারণে হয়েছে, আমরা জানি না। আমার বিষয়টি কমিশনের নজরে এনেছি। পাশেই দাঁড়িয়ে ছিলেন বাবুল সুপ্রিয়। তাঁর সংযোজন: “আমি ক্রিমিনাল এবং সিভিল মামলা করব।”

আরও পড়ুন, আমি আপনার নামে মামলা করব! সংঘর্ষের প্রশ্নে মেজাজ হারালেন মুনমুন

(দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি, নদিয়া-মুর্শিদাবাদ, সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, বাংলার বিভিন্ন প্রান্তের খবর পেয়ে জান আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন