Suvendu Adhikari

‘টাইম হো গয়া’! শাহ শহর ছাড়তে না ছাড়তেই শুভেন্দু অধিকারীর মুখে ফিরে এল ‘সময় রহস্য’

ডিসেম্বরে রাজ্য সরকার বিপদে পড়বে বলে অনেক দিন ধরেই হুঁশিয়ারি দিচ্ছিলেন শুভেন্দু। সম্প্রতি তা থেকে সরে এসে জানুয়ারি বলেছেন। এ বার বললেন, ‘টাইম হো গয়া’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৭:৩০
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফরের মধ্যে ফের ‘সময়’ ফিরে এল শুভেন্দু অধিকারীর মুখে। ফাইল চিত্র।

‘ডিসেম্বর তত্ত্ব’ খারিজ হয়ে যাওয়ার ইঙ্গিত মিলতেই জানুয়ারিতে গিয়েছেন শুভেন্দু। পরে এটাও জানিয়েছেন যে, তিনি ব্যক্তিগত ভাবে বিভিন্ন তারিখ জানিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফরের মধ্যে ফের ‘সময়’ ফিরে এল তাঁর মুখে। শনিবার শাহকে বিদায় জানাতে গিয়ে বিমানবন্দরে শুক্রবার রাতে দলীয় দফতরে হওয়া বৈঠকের কথা বলেন। বক্তার নাম উল্লেখ না করেও শুভেন্দু দাবি করেন, ‘‘কালকের বৈঠকের একটা কথাই শুধু আমি বলতে পারি। তবে কে বলেছেন সেটা বলব না। কথাটা হল, ‘টাইম হো গয়া’।’’

Advertisement

‘সময়’ নিয়ে তো নয়ই, শুক্রবার রাতে শাহের বৈঠক সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘‘অমিত শাহের সঙ্গে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে কথা হয়েছে। সেই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা হয়েছে। সেগুলো আমি প্রকাশ্যে বলতে পারব না। কিন্তু তাতে ভবিষ্যতে বাংলার জন্য ভাল দিন আসছে।’’ এর পরেই শুভেন্দু ‘টাইম হো গয়া’ প্রসঙ্গ উত্থাপন করেন। সেই কথার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘‘‘টাইম হো গয়া’ মানে পশ্চিমবঙ্গের বড় বড় ডাকাত, চোর, অত্যাচারী, পরিবারবাদ এবং তোষণবাদের আমদানি করা লোকেদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা আইন ও সংবিধান মেনে করা উচিত, সেটা নেওয়া হবে। এ ব্যাপারে আমরা আশ্বস্ত এবং গতকালের বৈঠকের পরে উৎসাহিত।’’

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই বিভিন্ন তারিখের উল্লেখ করে আসছেন শুভেন্দু। যা নিয়ে তৃণমূল লাগাতার আক্রমণ করে চলেছে। বিজেপি শিবিরেও দ্বিমত দেখা গিয়েছে। শুভেন্দু গত কয়েক মাস ধরেই বলে আসছেন, ডিসেম্বরে রাজ্য সরকার সঙ্কটে পড়বে। প্রথম দিকে চুপ থাকা সুকান্তও পরে সেই সুরে আক্রমণ করেন। পরে কিছুটা সরে সুকান্ত ‘জাঁকিয়ে শীত পড়ায় কাঁপুনি হবে’ বলে বিষয়টিকে হালকা করে দেন। এর পরেও শুভেন্দু ১২, ১৪, ২১ ডিসেম্বর রাজ্যে বড় কিছু ঘটবে বলে দাবি করেছিলেন। আর ১২ ডিসেম্বর হাজরার সভায় বলেন, ‘‘১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হতে পারে কিন্তু ১৪ ফেব্রুয়ারি হবে না। এই রাজ্যের ধেড়ে ইঁদুরকে খাঁচার ওপারে যেতেই হবে।’’ আর একই মঞ্চে থাকা সুকান্ত বলেন, ‘‘শুভেন্দুদা তারিখ বলেছেন। আমি ওঁর মতো কোনও দিন বলতে চাই না। তবে বলতে চাই, সবার দিন আসবে। কেউ ছাড় পাবেন না।’’

Advertisement

এর পরে বৃহস্পতিবার ওন্দার একটি জনসভায় শুভেন্দুও বলেন, ‘‘আমি ব্যক্তিগত ভাবে বলেছিলাম, চোরেদের, ধেড়ে ইঁদুরদের, ডাকাতদের আমরা জেলে ঢোকাতে পারব। ডিসেম্বর না হোক, জানুয়ারিতে হবে। জেলে ঢুকতেই হবে ডাকাতদের!” শনিবার ‘সময় হয়ে গেছে’ বললেন, তবে আর নির্দিষ্ট সময় নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement