বিজেপির উত্তরকন্যা অভিযানে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে বেশ কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে। আগামী ২১ জুলাই উত্তরকন্যা অভিযান করবে বিজেপি। আদালত জানিয়েছে, সর্বোচ্চ ১০ হাজার মানুষের জমায়েত করা যাবে এই অভিযানে। এক বারে ১২০ থেকে ১৫০ জনের বেশি মিছিলে হাঁটতে পারবেন না।
২১ জুলাই রাজ্য জুড়ে শহিদ দিবস পালন করে শাসকদল তৃণমূল। ওই দিন কলকাতায় প্রতি বছরের মতোই এ বছরও কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ২১ জুলাইয়ের এই কর্মসূচির আলাদা তাৎপর্য আছে বলে মনে করছেন অনেকেই। সেই দিনই উত্তরবঙ্গে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু অভিযোগ, পুলিশের প্রয়োজনীয় অনুমতি মেলেনি। এর পর হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হয়।
বিজেপির কর্মসূচিতে অনুমতি দিয়ে আদালত যে সমস্ত শর্ত দিয়েছে, সেগুলি হল—
আদালতের নির্দেশের পর বিজেপির আইনজীবী বলেন, ‘‘শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে ফুটবল মাঠ পর্যন্ত মিছিল হবে। সেই মিছিল উত্তরকন্যা হয়ে যাবে। আমরা ১০ হাজার মানুষের জমায়েতের আবেদন জানিয়েছিলাম। তার অনুমতি মিলেছে। পাশাপাশি শিলিগুড়ি পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে আদালত। আমাদেরও আইনশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।’’