Rosevalley case

রোজভ্যালি: টাকা ফেরানোর দায়িত্বে থাকা কমিটির বিরুদ্ধে ফরেন্সিক অডিটের নির্দেশ সেবিকে, আর কী নির্দেশ কলকাতা হাই কোর্টের

আদালত নির্দেশ দিয়েছে, সিবিআই, ইডি তদন্ত করছে। কিন্তু তার কোনও ফরেন্সিক অডিট হচ্ছে না। তাই সেবিকেই দায়িত্ব নিতে হবে। তার পরই সেবিকে ফরেন্সিক অডিট করানোর নির্দেশ দেয় হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রোজভ্যালির টাকা ফেরানোর দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে সেবিকে ফরেন্সিক অডিট করানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ সেবিকে একগুচ্ছ নির্দেশ দিয়েছে।

Advertisement

আদালত নির্দেশ দিয়েছে, সিবিআই, ইডি তদন্ত করছে। কিন্তু তার কোনও ফরেন্সিক অডিট হচ্ছে না। তাই সেবিকেই দায়িত্ব নিতে হবে। তার পরই সেবিকে ফরেন্সিক অডিট করানোর নির্দেশ দেয় হাই কোর্ট। নির্দেশে সেবিকে বলা হয়েছে, রোজভ্যালির ১০টি সম্পত্তি বিক্রি সংক্রান্ত রিপোর্ট দিতে হবে। যেখানে বাজারদরের তুলনায় কত বেশি বা কম দাম ধরা হয়েছে, কত দামে সম্পত্তি বিক্রি হয়েছে, সেই রিপোর্ট দিতে হবে।

দ্বিতীয়ত, রোজভ্যালির যাবতীয় হিসাব বৈধ কি না তা নিয়ে ফরেন্সিক অডিট করিয়ে রিপোর্ট দিতে হবে। তৃতীয়ত, একই সঙ্গে চকোলেট গ্রুপ থেকে কী করে এডিসি টাকা নিল সেই ব্যাপারেও হিসাব এবং বিষয়টা কতটা বৈধ, তা-ও জানাতে হবে সেবিকে। যদিও সেবিকে দিয়ে এই রিপোর্ট করানো নিয়ে আপত্তি জানায় এডিসি। তাদের আইনজীবীর বক্তব্য, আদালত চাইলে যে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে অডিট করাতে পারে। সেবি অ্যাকাউন্টসের বিষয়ে বিশেষজ্ঞ নয়।

Advertisement

বিচারপতিদের পর্যবেক্ষণ, মানুষের মনে ধারণা তৈরি হচ্ছে সিবিআই, ইডি তাদের তদন্ত করছে। তার মধ্যে ফরেন্সিক অডিট নেই। সেবি-র স্পেশ্যাল উইং আছে অ্যাকাউন্টসের। তাই এই ব্যাপারে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই মামলার পরবর্তী শুনানি ২৬ সেপ্টেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement