SSC Exam

এসএসসি-র দফতরও পরীক্ষাকেন্দ্র! তিন চাকরিপ্রার্থী সেখানেই পরীক্ষা দিতে যাবেন, নির্দেশ হাই কোর্টের

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর দফতরকেই ‘সেন্টার’ করতে বলল কলকাতা হাই কোর্ট। আদালত জানাল, এসএসসির অফিসে গিয়ে পরীক্ষা দিতে পারবেন তিন চাকরিপ্রার্থী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ বার এসএসসির দফতরও পরীক্ষাকেন্দ্র! স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর দফতরকেই ‘সেন্টার’ করতে বলল কলকাতা হাই কোর্ট। আদালত জানাল, এসএসসির অফিসে গিয়ে পরীক্ষা দিতে পারবেন তিন চাকরিপ্রার্থী।

Advertisement

ওই তিন চাকরিপ্রার্থী পরীক্ষার ফর্ম ফিল আপের সময় বিষয় বাছতে ভুল করেছিলেন। এর পরেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়ে সে কথা জানান। তাঁদের আবেদন ছিল, তাঁরা যাতে ঠিকমতো দিতে পারেন। শুক্রবার তারই শুনানিতে এসএসসি আদালতে জানিয়েছে, তিন পরীক্ষার্থী যে বিষয় বেছেছিলেন, তার ভিত্তিতেই যাবতীয় ব্যবস্থাপনা হয়েছে। শেষ মুহূর্তে এসে তা পরিবর্তন সম্ভব নয়। এর পরেই আদালত জানায়, কমিশনের অফিসেই ওই প্রার্থীদের পরীক্ষার বন্দোবস্ত করতে হবে। হাই কোর্টে এই তিন চাকরিপ্রার্থীর হয়ে মামলা লড়েছেন আইনজীবী ফিরদৌস শামিম এবং গোপা বিশ্বাস।

প্রসঙ্গত, গত সপ্তাহে রবিবার এসএসসির নবম-দশম শ্রেণিতে নিয়োগের পরীক্ষা হয়েছে। তাতে তিন লাখেরও বেশি পরীক্ষা দিয়েছেন। একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগের পরীক্ষা আগামী রবিবার। তাতেও প্রায় আড়াই লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দেবেন। এই তিন মামলাকারী একাদশ-দ্বাদশে নিয়োগেরই পরীক্ষার্থী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement