Anubrata Mondal

সাক্ষীরাও কি হুমকির মুখে, খুঁজছে সিবিআই

অনুব্রতর জামিনের শর্তে সাক্ষীদের ভয় দেখানো বা প্রভাবিত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, খোদ থানার আইসিকে যে ভাবে অনুব্রত ফোন করে হুমকি দিয়েছেন এবং গালিগালাজ করেছেন তাতে মনে করা হচ্ছে যে জেল থেকে বেরিয়ে পুরনো রূপে ফিরছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ০৮:৫৭
Share:

অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

বোলপুর থানার আইসিকে হুমকি এবং গালিগালাজের ঘটনার পর গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নড়ে বসেছে সিবিআই। ওই মামলার সাক্ষীদের কোনও ভাবে ভয় দেখানো বা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে কি না, সে ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, গরু পাচারের ইডি এবং সিবিআই, দুই কেন্দ্রীয় সংস্থার মামলাতেই জামিনে মুক্ত আছেন অনুব্রত। সিবিআই সূত্রের খবর, এই মামলায় বীরভূম জেলায় ২০ জনেরও বেশি গুরুত্বপূর্ণ সাক্ষী আছেন। তাঁদের বয়ান গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে দেওয়া চার্জশিটে উল্লেখ করা আছে।

অনুব্রতর জামিনের শর্তে সাক্ষীদের ভয় দেখানো বা প্রভাবিত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, খোদ থানার আইসিকে যে ভাবে অনুব্রত ফোন করে হুমকি দিয়েছেন এবং গালিগালাজ করেছেন তাতে মনে করা হচ্ছে যে জেল থেকে বেরিয়ে পুরনো রূপে ফিরছেন তিনি। তাই সাক্ষীদেরও ভয় দেখানোর আশঙ্কা আছে। কোনও সাক্ষীকে ভয় দেখানো হয়েছে, এই অভিযোগ পেলে অনুব্রতর জামিন খারিজের আর্জিও জানাতে পারে সিবিআই।

সিবিআইয়ের তদন্তকারীদের বক্তব্য, বর্তমানে অনুব্রত জেলা সভাপতি পদে নেই। কিন্তু এখনও অত্যন্ত প্রভাবশালী। এ দিকে, গরু পাচার মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এ সময়ে সাক্ষীদের ভয় দেখিয়ে মামলা লঘু করার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।সিবিআই সূত্রের খবর, বীরভূম জেলায় গরু পাচারের মামলার যে সাক্ষীরা আছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা হচ্ছে। ইডি-ও একই কাজ শুরু করেছে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন