SSC Recruitment Case

এসএসসি মামলায় সাক্ষ্যগ্রহণের সময়ে দুই পক্ষের বচসা! এজলাস ছেড়ে বেরিয়ে গেলেন সিবিআইয়ের আইনজীবীরা

মঙ্গলবারের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন অভিযুক্ত, তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, প্রয়োজনে নিজে সওয়াল করতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৮:১৪
Share:

আলিপুর আদালতে এসএসসি দুর্নীতি মামলার শুনানি ছিল মঙ্গলবার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আলিপুর আদালতে মঙ্গলবার এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) নিয়োগ দু্র্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছিল। তার মাঝেই তদন্তকারী সংস্থা সিবিআই এবং অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বাক্‌বিতণ্ডাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। আদালত সূত্রে খবর, শুনানি চলার সময় এজলাস ছেড়ে বেরিয়ে যান সিবিআইয়ের আইনজীবীরা। সিবিআই সূত্রে খবর, তাঁরা বিষয়টি সিবিআইয়ের শীর্ষ আধিকারিকদের জানিয়েছেন। জানানো হতে পারে দিল্লিতেও। আদালতে এসে আইনজীবীদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের শীর্ষ আধিকারিকেরা। তার পরে উভয় পক্ষই কাজ চালিয়ে নিতে সম্মত হয়। তবে মনে করা হচ্ছে, আজকের মতো এই বাক্‌বিতণ্ডার নিষ্পত্তি হলেও জল আরও গড়াতে পারে। পরবর্তী বিচারপ্রক্রিয়ায় তার কোনও প্রভাব থাকে কি না, তা-ও দেখার।

Advertisement

অন্য দিকে, মঙ্গলবারের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন অভিযুক্ত, তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, এই মামলা যে ভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে কিছু বোঝা যাচ্ছে না।

আদালত সূত্রে খবর, এসএসসি মামলার শুনানিতে সোমবারের পরে মঙ্গলবারও রাজেশ লায়েকের সাক্ষ্যগ্রহণ চলছিল। তিনি রাজ্য শিক্ষা দফতরের আধিকারিক। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তাঁকে সওয়াল করছিলেন। তখনই দুই পক্ষের আইনজীবীদের বাক্‌বিতণ্ডা হয়। তার জেরে এজলাস ছেড়ে বেরিয়ে যান সিবিআইয়ের আইনজীবীরা। তাঁদের অনুপস্থিতিতেই সাক্ষীর বয়ান গ্রহণ চলতে থাকে আদালতে। এই বিষয়টি সিবিআইয়ের শীর্ষ আধিকারিকদের আইনজীবীরা জানিয়েছেন বলে তদন্তকারী সংস্থার সূত্রে খবর। তার পরেই আদালতে যান সিবিআইয়ের এসপি। আইনজীবীদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তার পরে উভয় পক্ষই কাজ চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। আজকের মতো বিষয়টির নিষ্পত্তি হয়েছে।

Advertisement

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে দিল্লিতে তাদের দফতরেও জানানো হবে। এই বিষয়টি নিয়ে জল আরও গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। পরবর্তী বিচারপ্রক্রিয়ায় এই ঘটনার প্রভাব থাকে কি না, তা-ও দেখার। অন্য দিকে, অভিযুক্ত পক্ষের আইনজীবীদের অভিযোগ, সাক্ষ্যগ্রহণের সময়ে অন্যপক্ষের আইনজীবীরা চিৎকার করছিলেন। তাতে তাঁরা অসন্তুষ্ট হন। এই ঘটনা এসএসসি মামলার শুনানিতে এর আগেও হয়েছে।

মঙ্গলবারের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির ছিলেন পার্থ। তাঁর আইনজীবীর তরফে জানানো হয়েছে, বিচারপ্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয়, সে জন্য প্রয়োজনে নিজের হয়ে নিজেই সওয়াল করবেন পার্থ। বিচারকের উদ্দেশে তিনি জানান, তাঁর মামলায় সুপ্রিম কোর্টে১৪ অক্টোবরের মধ্যে সাক্ষ্যগ্রহণ করার নির্দেশ দিয়েছিল। যে ভাবে মামলা টেনে নিয়ে যাচ্ছে, তাতে কিছু বোঝা যাচ্ছে না। তিনি আরও জানান, সিবিআইয়ের আরসি ৫ (মামলার নম্বর)-এর বিচার তাড়াতাড়ি শেষ করা হোক। প্রয়োজনে তিনি নিজে সওয়াল করবেন।

সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) নিয়োগ দুর্নীতি মামলায় নিম্ন আদালতে সাক্ষীদের বয়ান রেকর্ডের আগে জামিন পাচ্ছেন না পার্থ। তবে জামিন পাওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। ১৮ অগস্ট বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংহ জানান, দু’মাসের মধ্যে নিম্ন আদালতে ওই সাক্ষ্য গ্রহণ করতে হবে। সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। জল্পনা, মঙ্গলবার এজলাসের ঘটনা পরের বিচারপ্রক্রিয়ার উপরেও কি প্রভাব ফেলতে পারে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement