West Bengal News

চিনা সংস্থাকে সাহায্য করতেই কি নোটবন্দি? তদন্ত চাইলেন মমতা

দেশের শাসক দল একই দিনে পালন করছে কালো টাকা বিরোধী দিবস। পরস্পর বিরোধী দুই কর্মসূচির জেরে ইতিমধ্যেই কলকাতার রাজপথে সংঘর্ষও হয়েছে বিজেপির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৭ ১৫:১০
Share:

কেন্দ্রকে তীব্র আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রীর। ছবি: পিটিআই।

নোটবন্দির বর্ষপূর্তিতে রাজ্য জুডে় কালা দিবস পালন করছে বাংলার শাসক দল তৃণমূল। দেশের শাসক দল একই দিনে পালন করছে কালো টাকা বিরোধী দিবস। পরস্পর বিরোধী দুই কর্মসূচির জেরে ইতিমধ্যেই কলকাতার রাজপথে সংঘর্ষও হয়েছে বিজেপির। পরিস্থিতি উত্তপ্ত। তার মধ্যেই নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোটবন্দি প্রসঙ্গে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে। কী বললেন মমতা, দেখে নিন এক ঝলকে—

Advertisement

• নোট বাতিল যদি দেশের ভালর জন্যই হয়, তা হলে কৃষক আত্মহত্যা করছেন কেন?

• গরিব, মধ্যবিত্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত।

Advertisement

• গুজরাতের জন্য নাকি বিজেপি প্রচুর কাজ করেছে। তা হলে গুজরাতে এত জোর দিয়ে প্রচারে নামতে হচ্ছে কেন?

• গুজরাতে নৈতিক ভাবে বিজেপি হেরে গিয়েছে। ওখানে বিজেপি গায়ের জোরে লড়ছে।

আরও পড়ুন:

নোট বদলে নজরে রাজ্যের পুলিশকর্তা

বছর পেরিয়েও বেহাল অর্থনীতি, তিন লক্ষ্যই পূরণ হয়নি নোটবন্দির

• নোট বাতিলের নামে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে।

• মনমোহন সিংহ বলেছেন, ‘‘নোট বাতিল হল সংগঠিত লুঠ।’’

• গুজরাতের সুরতে এক লক্ষ মানুষ কাজ হারিয়েছেন।

• নোট বাতিলের পর জিএসটি গোদের উপর বিষফোঁড়া।

• টেক্সটাইল থেকে ম্যানুফ্যাকচারিং সেক্টর—চরম দুর্ভোগ সর্বত্র।

• নোট বাতিল কি একটা ষড়যন্ত্র? চিনা সংস্থাকে সাহায্যে করতেই কি নোট বাতিল করা হল?

• নোট বাতিল মোদী সরকারের ধ্বংসাত্মক নীতি।

• কী উদ্দেশ্যে নোট বাতিল, তদন্ত হওয়া উচিত।

• নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণে বাংলার মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement