COngress

‘বাজারে কংগ্রেস’ নিয়ে আসরে পাল্টা অধীরেরা

জেলার সভাপতি ও পর্যবেক্ষকদের সঙ্গে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ভার্চুয়াল বৈঠকে ওই কর্মসূচি ঠিক হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ০৩:৪৯
Share:

অধীর চৌধুরী। ফাইল চিত্র।

রাজ্যের শাসক নিয়েছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। বিরোধী কংগ্রেস এ বার পাল্টা নামছে ‘বাজারে কংগ্রেস’ কর্মসূচি নিয়ে। আলু, সব্জি-সহ নানা নিত্যপ্রয়োজনীয় জিনিসের চড়া দামের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ, পথসভা করবে তারা। জেলায় এবং ব্লকে ব্লকে আগামী ৯ ডিসেম্বর বিক্ষোভ-সভা করে স্থানীয় প্রশাসনের কাছে দাবিপত্র দিতে যাবেন কংগ্রেস কর্মীরা। বিধানসভা ভোটের আগে সংগঠনকে সচল রাখতে মূল্যবৃদ্ধির প্রশ্নকে হাতিয়ার করেই আপাতত ময়দানে নামছে কংগ্রেস।

Advertisement

জেলার সভাপতি ও পর্যবেক্ষকদের সঙ্গে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ভার্চুয়াল বৈঠকে ওই কর্মসূচি ঠিক হয়েছে। জেলায় জেলায় কংগ্রেসকে দৃশ্যমান রেখেই বামেদের সঙ্গে আসনের আলোচনায় যেতে চান অধীরবাবুরা। বৈঠকে প্রদেশ সভাপতি বলেন, জোট তো হবেই। কিন্তু কংগ্রেসের নিজস্ব কর্মসূচিও বাড়াতে হবে। জেলায় জেলায় সভা-সমাবেশ, মিছিল করতে হবে। আগামী ৫ ডিসেম্বর পুরুলিয়া, ৭ তারিখ রায়গঞ্জ ও ৮ তারিখ মালদহে মিছিল ও সভায় প্রদেশ সভাপতির থাকার কথা। নিজের জেলা মুর্শিদাবাদে তাঁর সভা ১০ তারিখ।

পরে অধীরবাবু বলেন, ‘‘হিন্দু না মুসলিম, স্বদেশি না বিদেশি, বহিরাগত না বাঙালি, কোন নেতা দল ছাড়বেন— রাজ্য রাজনীতি এই চর্চায় ব্যস্ত! বাজারে জিনিসপত্রের দাম আগুন, মানুষের জীবন ওষ্ঠাগত, সে দিকে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের নজর নেই। রাজ্য বলছে, কেন্দ্র আইন বদলানোয় আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেই সঙ্গেই আমরা বলছি, বিধানসভা ডেকে কেন কেন্দ্রের কৃষি আইনের বিকল্প বিল আনা হচ্ছে না?’’ তাঁর আরও দাবি, ‘‘আমরা ‘দিদিকে বলো’ বা ‘দুয়ারে সরকারের’ মতো নাটকে নেই! মানুষের সমস্যার কথা বলতে কংগ্রেস বাজারে থাকবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন