Coronavirus in West Bengal

রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়াল, বাড়ছে সুস্থতার হারও

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল, ৪ লক্ষ ১ হাজার ৩৯৪।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ২১:৫৬
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গেল। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল, ৪ লক্ষ ১ হাজার ৩৯৪। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯২৮ জন।

Advertisement

দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা বেশি রয়েছে কয়েকদিন ধরেই। এ দিনও সেই প্রবণতা অব্যাহত। বুলেটিনে বলা হয়েছে, এ দিন সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৩৩৯ জন। ফলে রাজ্যে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার ৭১।

অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮ জন কোভিড-১৯ আক্রান্তের। এর মধ্যে কলকাতায় ১৯ এবং উত্তর ২৪ পরগনার ১৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৩৫।

Advertisement

দৈনিক সংক্রমণেও শীর্ষে কলকাতা। এ দিন শহরে ৮৫১ জন করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন। অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটা ৮৩৬। এর পরে রয়েছে হুগলি (২৭২), দক্ষিণ ২৪ পরগনা (২৪২), পূর্ব মেদিনীপুর (২২৮) এবং হাওড়া (১৯৬)।

আরও পড়ুন: বিহারে হাড্ডাহাড্ডি লড়াই বুথ ফেরত সমীক্ষায়, একটু এগিয়ে তেজস্বী

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার (পজিটিভিটি রেট) বদলায়নি। শুক্রবারের মতো এ দিনও তা রয়েছে ৮.৬৯ শতাংশ। কোনও একটি এলাকায় ২৪ ঘণ্টায় যত জনের কোভিড টেস্ট করা হয় এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়।

আরও পড়ুন: দিল্লি হিংসায় উমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলায় সায় কেজরীবালের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন