Migrant Workers

রাজ্যকে পরিযায়ীর তালিকা দিলীপের

বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, রাজ্য সরকারের ‘অসহযোগিতা’র ফলে বহু পরিযায়ী শ্রমিক হেঁটে রাজ্যে ফেরার চেষ্টা করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২০ ০২:০৩
Share:

ফাইল চিত্র।

বিভিন্ন রাজ্যে আটকে থাকা ৩ লক্ষ ২৯ হাজার মানুষের নাম রাজ্য সরকারকে পাঠালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁদের মধ্যে ৯০%-ই স্বর্ণশিল্পী। দিলীপবাবু সোমবার বলেন, ‘‘যাঁদের নাম আজ রাজ্য সরকারকে ই-মেল করে জানিয়েছি, তাঁদের সবিস্তার তথ্যও পাঠিয়েছি। এ রাজ্যের মাননীয় মন্ত্রীরা আমাকে চ্যালেঞ্জ করে অন্য রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের তালিকা আমার কাছে থাকলে দিতে বলেছেন। দিলাম। এ বার দেখা যাক, সরকার কোনও ব্যবস্থা করে কি না।’’ দিলীপবাবুর দাবি, এপ্রিল মাসে তিনি ১১ হাজার ৭৯০ জন ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিকের নাম ঠিকানা রাজ্যের মুখ্যসচিবকে পাঠিয়েছিলেন। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, রাজ্য সরকারের ‘অসহযোগিতা’র ফলে বহু পরিযায়ী শ্রমিক হেঁটে রাজ্যে ফেরার চেষ্টা করছেন। তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। যাঁরা ফিরছেন, তাঁদের কোয়রান্টিনে রেখে চিকিৎসা এবং খাবারের ব্যবস্থা করার দাবিও তুলেছেন দিলীপবাবু।

Advertisement

তৃণমূল অবশ্য পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকারের অহসযোগিতার অভিযোগ শুরু থেকেই খারিজ করে আসছে। রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ দিনও বলেন, ‘‘আমাদের রাজ্যে অন্য রাজ্যের যাঁরা আটকে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগের জন্য তাঁদের ত্রাণ পেতে অসুবিধা হচ্ছে না। কিন্তু আমাদের রাজ্যের যাঁরা অন্য রাজ্যে আটকে আছেন, তাঁরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না। তাঁদের জন্য আমাদের সমবেদনা আছে। তাঁদের ফেরার জন্য কেন্দ্র কোন স্টেশন থেকে কবে কোন ট্রেন ছাড়বে, সেই নির্ঘণ্ট জানালে ব্যবস্থা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন