কার্যালয় দখলে আইনি পদক্ষেপ

পুলিশের নানা স্তরে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তপনবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৯ ০১:০০
Share:

প্রতীকী ছবি।

কলকাতায় ফরওয়ার্ড ব্লকের একটি কার্যালয় দখল ও উচ্ছেদের ঘটনায় পুলিশের রিপোর্ট চাইল আদালত। লোকসভা ভোটের সময়ে ফ ব-র ভবানীপুর আঞ্চলিক কমিটির নেতা তপন বন্দ্যোপাধ্যায়কে মারধর করে কার্যালয় থেকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ। যে ভাড়া বাড়িতে তিনি থাকতেন, সেখান থেকেই দলের কাজকর্ম চালাতেন। ওই বাড়ির মালিকের সঙ্গে তপনবাবুর আইনি লড়াই চলার মাঝেই ‘প্রভাবশালী’ হিসেবে এক তৃণমূল বিধায়ক তাঁকে বাড়ি থেকে উৎখাত করেন বলে ফ ব-র অভিযোগ। শেক্সপীয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশের নানা স্তরে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তপনবাবু। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানাকে ৩১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন