CPM

কেন্দ্রের বিরুদ্ধে বাম‌ প্রতিবাদ সপ্তাহ

জেলায় জেলায় আজ, সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে পথে নেমে প্রতিবাদ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ০১:৫৬
Share:

কেন্দ্রের বিরুদ্ধে বামেদের প্রতিবাদ।

লকডাউন এবং করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে এক সপ্তাহের প্রতিবাদ কর্মসূচিতে নেমেছে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটি ২০ থেকে ২৬ অগস্ট পর্যন্ত সারা দেশে ওই প্রতিবাদের ডাক দিয়েছে। বাংলায় ২০ ও ২১ তারিখ লকডাউন থাকায় প্রথম দিকে সামাজিক মাধ্যমে গণ-লাইভ কর্মসূচির উপরেই জোর দিয়েছিল রাজ্যের সিপিএম।

Advertisement

জেলায় জেলায় আজ, সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে পথে নেমে প্রতিবাদ হবে। শ্রম আইন শিথিল করা বা রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদের পাশাপাশি বিপন্ন পরিবারপিছু বিনামূল্যে খাদ্যশস্য ও আর্থিক সহায়তা, অতিমারির সময়ে প্রধানমন্ত্রীর তহবিল থেকে রাজ্যগুলিকে সাহায্য দেওয়া-সহ নানা দাবি তোলা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement