winter

দার্জিলিং কাঁপছে, কলকাতাতেও ২ ডিগ্রি নামল পারদ, তবে শীত আসতে এখনও দেরি

কলকাতায় যেমন তাপমাত্রা কমছে। তেমনই দার্জিলিঙে কনকনে ঠান্ডায় কাঁপছেন পর্যটকেরা। ভিড় বাড়ছে শৈলশহরে। এ দিন দার্জিলিঙের তাপমাত্রা নেমে গিয়েছে ৫ ডিগ্রিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৫:১৭
Share:

শীতে কাঁপছে দার্জিলিং। ছবি- লাইব্রেরি থেকে সংগৃহীত।

নামছে পারদ। রাজ্যজুড়েই এখন শীতের আমেজ। গত দু’দিনে ২ ডিগ্রি তাপমাত্রা কমে শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আগামী কয়েক দিনে পারদ আরও কিছুটা কমবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তবে, কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনও দেরি রয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ হয়ে যেতে পারে। তবে এই ক’দিন ভোরে এবং রাতের দিকে ঠান্ডা ভালই পড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

কলকাতায় যেমন তাপমাত্রা কমছে। তেমনই দার্জিলিঙে কনকনে ঠান্ডায় কাঁপছেন পর্যটকেরা। ভিড় বাড়ছে শৈলশহরে। এ দিন দার্জিলিঙের তাপমাত্রা নেমে গিয়েছে ৫ ডিগ্রিতে। উত্তরবঙ্গের কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়িতেও তাপমাত্রা নিম্নগামী। পারদ ঘোরাফেরা করছে ১১ থেকে ১২-১৩ ডিগ্রির মধ্যে।

শীতের ভোর কলকাতায়। অলঙ্করণ- তিয়াসা দাস।

Advertisement

এ দিন পুরুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে গিয়েছে। একই ভাবে মালদহ, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুরে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রিতে নেমেছে। বলা যায়, রাজ্যজুড়েই এখন ঠান্ডা অনুভব হতে শুরু করেছে।

আরও পড়ুন- অনুষ্কার জীবনে নতুন প্রেমের রং এনে দিলেন শাহরুখ!​

আরও পড়ুন- আসন্ন শীতে শিশুর ত্বক নিয়ে চিন্তায়? রইল সমাধান​

এত দিন রাজ্যের আকাশে যে মেঘের চাদর ছিল, তা সম্পূর্ণ সরে গিয়েছে। ফলে মেঘমুক্ত আকাশে বাধাহীন ভাবে ঠান্ডা বাতাস ঢুকছে। তাই তরতরিয়ে নামছে পারদ। কিন্তু এখনই কলকাতায় ১৩-১৪ ঘরে পারদ পৌঁছনোর কোনও সম্ভাবনা নেই। তার জন্যে অপেক্ষা করতেই হবে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশপ্রসাদ দাস বলেন, “কলকাতায় শীত আসতে দেরি রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি হয়ে যাবে। তবে ভোরের দিকে ঠান্ডা ভালই লাগবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন