কারখানা বন্ধে ভুল দেখছি না: দিলীপ

গত কয়েক বছরে পর পর হিন্দুস্তান কেব্‌লস, বার্ন স্ট্যান্ডার্ড-সহ বেশ কিছু রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ হয়েছে আসানসোলে। কেন্দ্রীয় সরকারের ওই কারখানাগুলি বন্ধের সিদ্ধান্তে ‘ভুল দেখছি না’ বলে মঙ্গলবার মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৮ ০৩:২৮
Share:

দিলীপ ঘোষ। ফাইল চিত্র।

গত কয়েক বছরে পর পর হিন্দুস্তান কেব্‌লস, বার্ন স্ট্যান্ডার্ড-সহ বেশ কিছু রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ হয়েছে আসানসোলে। কেন্দ্রীয় সরকারের ওই কারখানাগুলি বন্ধের সিদ্ধান্তে ‘ভুল দেখছি না’ বলে মঙ্গলবার মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বিষয়টি নিয়ে আসানসোলে দিলীপবাবু বলেন, ‘‘সরকার ক্ষতি করে শিল্পসংস্থা চালাবে না। সেগুলি বন্ধ করাই উচিত। সংস্থাগুলি ক্ষতির মুখে পড়ার মূল কারণ, আগে যাঁরা কেন্দ্রীয় সরকারে ছিলেন, তাঁদের ভুল নীতি।’’ দিলীপবাবুর এই মন্তব্যে সরব হয়েছে তৃণমূল ও সিপিএম। সিপিএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী বলেন, ‘‘বিজেপির নীতি কারখানা বন্ধ করে শ্রমিকদের কর্মহীন করা।’’ তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসনও বলেন, ‘‘কেন্দ্র কী ভাবে কারখানা বন্ধ করল, তা আমরা মানুষকে জানাব।’’

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ওই কারখানাগুলি বাঁচাতে না পারায় তাঁর ভূমিকা নিয়েও সরব হয়েছে বিরোধীরা। বাবুল অবশ্য এ দিন দিলীপবাবুর বক্তব্যকে সমর্থন করে বলেন, ‘‘হিন্দুস্তান কেব্‌লসে ৬ হাজার কোটি টাকার মতো লোকসান হয়েছিল। ইউপিএ সরকারের ভুল নীতির জন্যই হিন্দুস্তান কেবল্‌স, বার্ন স্ট্যান্ডার্ড, দুর্গাপুর অ্যালয়েড স্টিলকে ভুগতে হল। তবে বন্ধ হওয়া সংস্থাগুলির কর্মীদের সব বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। আর কেন্দ্রীয় সরকার শুধু সংস্থা বন্ধ করেনি, এই শিল্পাঞ্চলেই ইস্কোতে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগও করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন