সব জল্পনার অবসান। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান হচ্ছেন দীনেন রায়-ই।
শনিবার কলকাতায় তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে পশ্চিম মেদিনীপুর থেকে দু’জন আমন্ত্রণ পেয়েছিলেন— বর্তমান জেলা সভাপতি অজিত মাইতি ও প্রাক্তন জেলা সভাপতি দীনেন রায়। তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠক শেষে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত জেলা কমিটি তৈরির নির্দেশ দেন জেলা সভাপতি অজিতবাবুকে। তখনই মমতা জানান, দীনেনকে চেয়ারম্যান ও প্রদ্যোত ঘোষকে কার্যকরী সভাপতি রাখা হবে। অজিতবাবু বলেন, “নেত্রী দ্রুত জেলা কমিটি গড়তে বলেছেন। দীনেন রায়কে চেয়ারম্যান করার কথাও জানিয়েছেন।”
এতদিন তৃণমূলের জেলা চেয়ারম্যান ছিলেন মেদিনীপুরের বিধায়ক ও মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান প্রবীণ নেতা মৃগেন মাইতি। ফলে, নতুন সভাপতির নাম ঘোষণার পরে চেয়ারম্যান পদে কে হবে তা নিয়ে জল্পনা চলছিল। সম্প্রতি মেদিনীপুরে এসে মন্ত্রী সৌমেন মহাপাত্র নিজের বক্তব্যে দীনেনকে চেয়ারম্যান সম্বোধন করে ফেলায় জল্পনা আরও বাড়ে। তখনই সৌমেনবাবু জানিয়েছিলেন, নেত্রী দীনেনবাবুকেই চেয়ারম্যান করার কথা জানিয়েছেন। তবে সে দিন চেয়ারম্যান নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি জেলা সভাপতি অজিতবাবু। ফলে, কে চেয়ারম্যান, তা নিয়ে ধোঁয়াশা ছিল। শনিবারের পরে অবশ্য তা কেটেছে।
তবে জেলা কমিটিতে কাদের রাখা হবে তা নিয়ে অবশ্য এখনও কিছু সংশয় থাকছে। চারজন কার্যকরী সভাপতির মধ্যে নির্মল ঘোষ ও আশিস চক্রবর্তীর নাম আগেই জানিয়েছেন মমতা। শনিবার প্রদ্যোত ঘোষকেও কার্যকরী সভাপতি রাখার কথা জানানো হয়েছে। বাকি থাকলেন শুধু শ্যামপদ পাত্র। তিনিও কি ফের কার্যকরী সভাপতি হচ্ছেন? দলীয় সূত্রে খবর, প্রবীণ নেতা শ্যামপদবাবুকে বাদ না-ও দেওয়া হতে পারে। সেই সঙ্গে অন্তত আরও একজনকে কার্যকরী সভাপতি করার চেষ্টা চলছে। অজিতবাবু বলেন, “নেত্রীর নির্দেশে দ্রুত কমিটি তৈরি করব। জেলা ও রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই কমিটি তৈরি হবে।’’