— ফাইল চিত্র।
বঙ্গের বাতাসে এখন হেমন্তের আমেজ। ভোরে আকাশ মুখ ঢাকছে কুয়াশায়। রোদ উঠলেও গরমের অস্বস্তি আর নেই। বরং হালকা রোদে বেশ আরামই পাচ্ছেন বঙ্গবাসী। রবিবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। দক্ষিণবঙ্গের তিন জায়গায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তারও কমে নেমেছে। দার্জিলিঙে রাতের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে উত্তরের বাকি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণের তুলনায় কিছু বেশি। আগামী পাঁচ দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হওয়ার তেমন সম্ভাবনা নেই।
আলিপুর হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ থাকবে। রবিবার বিকেলে হাওয়া অফিস পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, কলকাতার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনে ১৪.৫ ডিগ্রি, বাঁকুড়ায় ১৪.৯ ডিগ্রি, পুরুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর, সল্টলেক, কাঁথি, ঝাড়গ্রাম, সাগরদ্বীপ ছাড়া সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কলকাতায় আগামী দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আকাশ থাকবে মূলত পরিষ্কার।
উত্তরবঙ্গের কোনও জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী পাঁচ দিন সেখানে তাপমাত্রার হেরফের হওয়ার তেমন সম্ভাবনা নেই। বালুরঘাটে দিনের তাপমাত্রা ছিল রবিবার ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের বাকি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। তবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে একমাত্র দার্জিলিঙে।