সৌগত রায়। —ফাইল চিত্র।
ফের অসুস্থ হয়ে পড়লেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। রবিবার হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন প্রবীণ এই রাজনীতিক। সঙ্গে তাঁর শ্বাসকষ্টের সমস্যাও ছিল। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার হাসপাতালে।
সাংসদের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ছুটির দিনে পরিবারের সকলের সঙ্গে সময় কাটাচ্ছিলেন সৌগত। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর স্নায়ুর সমস্যা রয়েছে বলেও জানা গিয়েছে।
চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার অসুস্থ হয়ে পড়লেন সৌগত। এর আগে, চলতি বছরের ১০ মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ থেকে বেরোনোর সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত। সেই সময় প্রচণ্ড ঘাম হয় তাঁর। সংসদের কর্মীরা তাঁকে হুইলচেয়ারে বসিয়ে অধিবেশনকক্ষ থেকে বার করে নিয়ে যান। পরে তৃণমূলের সতীর্থ সাংসদেরাই সৌগতকে নিয়ে যান রামমনোহর লোহিয়া হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা তাঁকে দেখেছিলেন। হাসপাতালে ইসিজি করা হয়েছিল তাঁর। তবে হাসপাতালে তাঁকে ভর্তি করার প্রয়োজন পড়েনি।
তার পর গত ৩০ এপ্রিল, অক্ষয়তৃতীয়ার দিন আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধন করতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন সৌগত। তড়িঘড়ি তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করানো হয়। সেই সময় সৌগতের বুকে পেসমেকার বসানো হয়েছিল।