বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে সোমবার। —ফাইল চিত্র।
বাংলায় ভোটার তালিকার নিবিড় সমীক্ষা (এসআইআর)-র দিনক্ষণ সোমবারই ঘোষণা করবে নির্বাচন কমিশন। কবে থেকে বিএলও (বুথ লেভেল অফিসার)-রা বাড়ি বাড়ি যাবেন সমীক্ষার কাজে, তা-ই ঘোষণা করা হবে। এই বিএলও-দের সমীক্ষার কাজে সাহায্য করতে স্বেচ্ছাসেবক নিয়োগ করার কথাও ভেবেছে কমিশন।
কমিশনের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, ‘‘পুরোটাই চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে। ফর্ম ফিল আপের কাজে তাঁরা বিএলও-দের সাহায্য করবেন বলে ভাবা হয়েছে। যে সব ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা ১২০০-র বেশি, মূলত সেই সব জায়গাতেই স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।’’ প্রসঙ্গত, রাজ্যে সম্প্রতি বুথের সংখ্যাও বেড়েছে। কমিশন সূত্রে খবর, প্রায় ৮০ হাজার বুথ ছিল এত দিন। এখন তা বেড়ে প্রায় ৯৪ হাজার হয়েছে।
কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। জেলার স্কুল পরিদর্শকদের চিঠি পাঠিয়েছেন বিএলও-রা। মূলত স্কুলের স্থায়ী শিক্ষক এবং শিক্ষাকর্মী বা সরকারি আধিকারিকদের এই কাজের জন্য নিয়োগ করতে চাইছে কমিশন। ওই সূত্র জানিয়েছে, ২৯ অক্টোবরের মধ্যে স্বেচ্ছাসেবকদের নামের তালিকা পাঠাতে বলা হয়েছে। এর জন্য তাঁরা কেমন পারিশ্রমিক পাবেন, তা অবশ্য এখনও ঠিক হয়নি।
প্রসঙ্গত, সোমবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। সেখানেই কমিশন সম্ভবত এসআইআরের প্রথম ধাপ ঘোষণা করবে। বিশেষ করে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে এমন রাজ্যগুলিতে ওই সংশোধনের কাজ প্রথমে শুরু করছে কমিশন। যেখানে বাংলা-সহ ১০ থেকে ১৫টি রাজ্য থাকবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি এসআইআর শুরু হচ্ছে তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে।