পশ্চিমবঙ্গে পরিবারের সদস্যদের মাধ্যমে মৃতদের আধার নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া শুরু হচ্ছে। —ফাইল চিত্র।
মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করে দিতে পারবেন তাঁর পরিবারের সদস্যেরাই। আগামী ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে এই নিয়ম চালু হচ্ছে। পরিবারের কেউ মারা গেলে তাঁর আধার অনলাইন মাধ্যমে কেন্দ্রের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিষ্ক্রিয় করে দিতে হবে। এর জন্য আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকা আবশ্যিক। এই প্রক্রিয়া শুরু হলে পশ্চিমবঙ্গে বহু আধার নিষ্ক্রিয় হয়ে যাবে। আধারকে কাজে লাগিয়ে দুর্নীতির সম্ভাবনাও কমবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগেই শুরু হয়ে গিয়েছে। আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিআই) স্বতঃপ্রণোদিত ভাবে এই নিষ্ক্রিয়করণ করতে পারেন না। সেই কারণেই পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে আধার নিষ্ক্রিয় করে দিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে এত দিন এমন কোনও নিয়ম চালু ছিল না। অন্য প্রক্রিয়ায় মৃতদের আধার নিষ্ক্রিয় করতে হত। তাতে সকল মৃতের আধার নিষ্ক্রিয় হচ্ছে কি না, নিশ্চিত হওয়ার উপায় ছিল না। মৃত ব্যক্তিদের আধার ব্যবহার করে নানা অনিয়মের অভিযোগ উঠছে এ রাজ্যেও। ফলে দ্রুত এই প্রক্রিয়া চালু করা হচ্ছে।
কী ভাবে করবেন
মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করতে হলে প্রথমে ইউআইডিআই-এর ওয়েবসাইটে যেতে হবে। কারও আধার নিষ্ক্রিয় করার জন্য তাঁর মৃত্যুর শংসাপত্র এবং আধার কার্ড প্রয়োজন। আধার নিষ্ক্রিয় করার আবেদন জানাতে পারবেন মৃতের বাবা, মা, স্ত্রী, সন্তান, সহোদর ভাই বা বোন অথবা আইনসম্মত কোনও অভিভাবক। প্রতিবেশী বা অন্য পরিচিত কেউ চাইলেও আধার নিষ্ক্রিয়ের আবেদন জানাতে পারবেন না। যিনি আবেদন জানাচ্ছেন, তাঁর মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বরের যোগ থাকতে হবে। নির্দিষ্ট তথ্য ও নথি জমা দিলে ফোনে ওটিপি আসবে। এই প্রক্রিয়া ‘মাই আধার’ অ্যাপের মাধ্যমেও সম্পন্ন করা যাবে। এক বার আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির আধার নিষ্ক্রিয় হতে সর্বোচ্চ ৯০ দিন সময় লাগতে পারে।
পরিবারের সদস্যদের মাধ্যমে মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করার প্রক্রিয়া ইতিমধ্যে চালু রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, চণ্ডীগ়ড়, ছত্তীসগঢ়, হরিয়ানাস, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, লাদাখ, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজ়োরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে। এ বার পশ্চিমবঙ্গও সেই তালিকায় যুক্ত হতে চলেছে।