Death

অফিস যাওয়ার পথে হাওড়া মেট্রো স্টেশনে মৃত্যু সরকারি আধিকারিকের! অভিযোগের তির মেট্রোর দিকে

জানা গিয়েছে, মেট্রো স্টেশনে প্রবেশ করার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিশ্বজিৎ। সংজ্ঞাহীন অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩১
Share:

বিশ্বজিৎ পাকড়াশি। —ফাইল চিত্র।

অফিস যাওয়ার পথে হাওড়া মেট্রো স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (ডব্লিউবিএসইডিসিএল)-র একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। মৃতের নাম বিশ্বজিৎ পাকড়াশি (৫১)। বাড়ি হুগলির ত্রিবেণীতে। এই ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফলতির অভিযোগ তুলেছেন মৃতের সহকর্মীরা।

Advertisement

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিশ্বজিৎ ত্রিবেণীতে থেকে লোকাল ট্রেন ধরে সহকর্মীদের সঙ্গে হাওড়া স্টেশনে আসেন। সেখান থেকে সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশনের উদ্দেশে রওনা দিতে হাওড়া মেট্রো স্টেশনের দিকে যান। জানা গিয়েছে, মেট্রো স্টেশনে প্রবেশ করার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিশ্বজিৎ। সংজ্ঞাহীন অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তাঁর সহকর্মীরা চিৎকার চেঁচামেচি করে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে বললেও কোনও রেলকর্মী প্রথম দিকে এগিয়ে আসেনি বলে অভিযোগ। আরও অভিযোগ, প্রায় ৪৫ মিনিট ওই অবস্থায় পড়ে থাকার পর আরপিএফের সহযোগিতায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাইভেট গাড়িতে। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিশ্বজিতের সহকর্মীদের অভিযোগ, মেট্রো কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই মৃত্যু। হাওড়া স্টেশনে কোনও চিকিৎসার ব্যবস্থা না থাকায় মৃত্যু হয়েছে বিশ্বজিতের। যদিও এই ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। মেট্রো কর্তৃপক্ষ জানান, ঘটনাটি দুর্ভাগ্যজনক। তবে, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তাঁরা সব রকম সাহায্য করেছেন। ১৭ মিনিটের মধ্যে আরপিএফ এবং মেট্রো রেল কর্মীরা তাঁকে গাড়ি করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। ৪৫ মিনিট পড়ে থাকার ঘটনা ঘটেনি। এই অভিযোগ ভিত্তিহীন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement